পটনা: আর ভোটকুশলী নন, এবার পোড় খাওয়া রাজনীতিবিদের ভূমিকায় তিনি। আগামী বছর বিহার বিধানসভা নির্বাচনে অংশ নেবে প্রশান্ত কিশোরের দল জন সূরজ। তবে কি আর ভোট কুশলীর ভূমিকায় ফিরবেন না পিকে? কতই বা ফি নিতেন ভোটের ময়দানে রাজনৈতিক দলের দল নিশ্চিত করার স্ট্রাটেজি তৈরি করতে? প্রশান্ত কিশোর নিজেই জানালেন সে সব কথা।
বিহারের উপনির্বাচন দিয়েই ভোটের ময়দানে নেমেছে জন সূরজ পার্টি। জোরকদমে প্রচার চালাচ্ছেন প্রশান্ত কিশোর। তাঁর লক্ষ্য একটাই, ২০২৫ সালের বিধানসভা নির্বাচন। চলতি সপ্তাহেই নির্বাচনী প্রচার চালাতে গিয়েই পিকে জানান, ভোটকুশলী হিসাবে তিনি ১০০ কোটি টাকা নিতেন।
প্রশান্ত কিশোর বলেন, “বহু মানুষই তাঁকে প্রশ্ন করেন নির্বাচনী প্রচারের জন্য টাকা জোগাচ্ছে কে? বিভিন্ন রাজ্যের ১০টি সরকার আমার বানানো পরিকল্পনাতেই চলছে। আপনারা কি ভাবেন যে আমার কাছে তাঁবু-মঞ্চ তৈরি করার মতো টাকা নেই? আমায় ওতটাই দুর্বল ভাবেন? বিহারে আমার মতো ফি কেউ শোনেনি, দেখেনি। আমি যদি কাউকে একটা নির্বাচনের জন্যও পরামর্শ দিই, তার ফি ১০০ কোটি বা তার বেশি হয়। এইরকম একটা ভোট পরামর্শ দিয়েই আমি আগামী দুই বছর আমার দলের প্রচারের জন্য টাকা জোগাড় করতে পারি।”
প্রসঙ্গত, একাধিক রাজ্যেই বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে ভোটকুশলীর কাজ করেছেন প্রশান্ত কিশোর। তিনি বিজেপি থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, কংগ্রেস, ওয়াইএসআর কংগ্রেস, ডিএমকে-র হয়ে ভোটকুশলীর কাজ করেছেন। ২০২১ সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোটকুশলী ছিলেন পিকে। প্রতিশ্রুতি মতোই তিনি তৃণমূলের জয় নিশ্চিত করেছিলেন।