Prashant Kishor: বিহারের নির্বাচন নিয়ে বড় কথা! একেবারে লিখে দিলেন প্রশান্ত কিশোর

Bihar Assembly Election 2025: প্রথমবার নির্বাচনে লড়বে পিকে-র দল জন সূরজ পার্টি। কত আসনে জিতবে তারা? এই প্রশ্নের উত্তরে প্রশান্ত কিশোর বলেন, "আমি দুটো সম্ভাবনা দেখতে পাচ্ছি। মানুষ জন সূরজকে বিকল্প হিসাবে দেখছে, কিন্তু ভোটদান হল বিশ্বাস। দীর্ঘ সময় ধরে আশাহত হওয়ার পর মানুষ এখন আশার আলো খুঁজছে"।

Prashant Kishor: বিহারের নির্বাচন নিয়ে বড় কথা! একেবারে লিখে দিলেন প্রশান্ত কিশোর
প্রশান্ত কিশোর।Image Credit source: PTI

|

Nov 01, 2025 | 11:07 AM

পটনা: বিহারের রাজনীতিতে নতুন খেলোয়াড়ের প্রবেশ। এবার ভোটের ময়দানে প্রবেশ প্রশান্ত কিশোরের (Prashant Kishor)। তাঁর দল, জন সূরজ পার্টি (Jan Suraj Party) এবারের বিহার বিধানসভা নির্বাচনে (Bihar Assembly Election 2025) লড়বে। তবে প্রশান্ত কিশোর নিজে ভোটে লড়বেন না। বিহারের ভোটের আগে জন সূরজ পার্টি কোনও দলের সঙ্গে জোট বাধেনি। ভোটের ফল প্রকাশের পর কি জোট বাঁধবে? কতই বা ভোট পেতে পারে পিকে-র দল, সব কিছুর উত্তর দিলেন তিনি নিজেই।

রাজনীতিক নয়, ভোট কুশলী প্রশান্ত কিশোর। এই পরিচয়েই তিনি বেশি জনপ্রিয়। তবে আবার রাজনীতিতে কামব্যাক করেছেন আর লড়াইয়ের জন্য বেছে নিয়েছেন বিহারের ময়দান। ভোটকুশলী হিসাবে তিনি একের পর এক রাজনৈতিক দলকে সাফল্য এনে দিয়েছেন। এবার সরাসরি লড়াইয়ে কতটা সফল হতে পারবেন, তা-ই দেখার। তবে প্রশান্ত কিশোর সাফ জানিয়েছেন, জন সূরজ পার্টি ভোটের আগে যেমন অন্য কোনও দলের সঙ্গে জোট বাঁধেনি, ভোটের ফল প্রকাশের পরও জোট বাঁধবে না। এনডিটিভি-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি লিখিত দেন এই কথা।

প্রথমবার নির্বাচনে লড়বে পিকে-র দল জন সূরজ পার্টি। কত আসনে জিতবে তারা? এই প্রশ্নের উত্তরে প্রশান্ত কিশোর বলেন, “আমি দুটো সম্ভাবনা দেখতে পাচ্ছি। মানুষ জন সূরজকে বিকল্প হিসাবে দেখছে, কিন্তু ভোটদান হল বিশ্বাস। দীর্ঘ সময় ধরে আশাহত হওয়ার পর মানুষ এখন আশার আলো খুঁজছে”। তাঁর কথায়, জন সূরজ হয় ১০টির কম আসনে জিতবে নাহলে ১৫০টিরও বেশি আসন পাবে।

কারোর সঙ্গে জোট না বাধার সিদ্ধান্তে অনড় থাকছেন প্রশান্ত কিশোর। যদি ভোটের ফল এমন কিছু হয় যে সরকার গঠন অসম্ভব হয়ে যায়, তাহলে কী করবেন? এই প্রশ্নের জবাব দিয়ে পিকে বলেন, “যদি এমন পরিস্থিতি তৈরি হয় যে আমাদের ছাড়া সরকার গঠন করা সম্ভব নয়, তাহলে আমি জানি মানুষ দলবদল করবে। আমি তাদের আটকাতে পারব না। এটা লক্ষ্মীর লোভ ও সিবিআইয়ের ভয়।”

নিজের মন্তব্যের আরও ব্যাখ্যা করে পিকে বলেন, “ধরুন জন সূরজের ৩০ জন বিধায়ক রয়েছে এবং সরকার গঠনে ৩০ জন বিধায়কের প্রয়োজন, তাহলে কি বিধায়করা আমার কথা শুনবেন? তবে আমি সত্যনিষ্ট থাকব”। ঘোড়া কেনা-বেচা বিহারে চলেই, সে নিয়ে বিজেপিকে পরোক্ষে দুষে প্রশান্ত কিশোর বলেন, অমিত শাহের কাছ থেকেও লিখিত নিন যে এনডিএ সংখ্যাগরিষ্ঠতা না পেলে, কোনও বিধায়কের উপরে চাপ সৃষ্টি বা তাঁকে কিনে নেওয়া হবে না। আপনারা আমাদের বলছেন যে বিক্রি হব কিনা, তাদের জিজ্ঞাসা করুন যারা কিনবেন।”