Prashant Kishor: বিজেপির সঙ্গে নীতীশের জোটের স্থায়িত্ব নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন পিকে

Sukla Bhattacharjee |

Jan 28, 2024 | 8:06 PM

Pk Prediction: মাস কয়েক আগেও নীতীশ কুমারকে পাল্টুকুমার বলে কটাক্ষ করেছিল বিজেপি। এদিন সেই প্রসঙ্গ টেনে বিজেপিরও সমালোচনা করেন প্রশান্ত কিশোর। তিনি বলেন, "মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পাল্টুকুমার এবং ডিগবাজি খাওয়া তাঁর রাজনীতির একটি অংশ। তবে যারা (বিজেপি) বিভিন্ন ইস্যুতে নীতীশ কুমারকে পাল্টুকুমার বলেছেন, তাঁরা আজ তাঁকে স্বাগত জানাচ্ছেন। নীতীশের সরকার ভাল প্রশাসনের প্রতীক বলছেন।" এপ্রসঙ্গে আরজেডি-কে কটাক্ষ করেন তিনি।

Prashant Kishor: বিজেপির সঙ্গে নীতীশের জোটের স্থায়িত্ব নিয়ে ভবিষ্যদ্বাণী করলেন পিকে
প্রশান্ত কিশোর। ফাইল ছবি।
Image Credit source: PTI

Follow Us

পটনা: এনডিএ জোটকে পরাস্ত করতে অবিজেপি দলগুলিকে একজোট করে ‘ইন্ডিয়া’ জোট গড়ার সবচেয়ে বেশি উদ্যোগ নিয়েছিলেন, সেই নীতীশ কুমার রাতারাতি পাল্টি খেয়ে যোগ দিলেন NDA শিবিরে। একেবারে বিহারের মহাগঠবন্ধন সরকার ফেলে দিয়ে বিজেপির সঙ্গে নতুন সরকার গড়লেন। দেড় বছরের মধ্যে এই ভোলবদলে নীতীশ কুমারের তীব্র সমালোচনা করেছেন অবিজেপি দলগুলি। এর মধ্যে নীতীশ-বিজেপির এই জোট নিয়ে ভবিষ্যদ্বাণী করে দিলেন ভোটকুশলী তথা জন সুরজ সংগঠনের প্রধান প্রশান্ত কুমার ওরফে PK। একইসঙ্গে নীতীশকে এনডিএ শিবিরে গ্রহণ করা নিয়ে বিজেপিকেও একহাত নিয়েছেন তিনি।

মাস কয়েক আগেও নীতীশ কুমারকে পাল্টুকুমার বলে কটাক্ষ করেছিল বিজেপি। এদিন সেই প্রসঙ্গ টেনে বিজেপিরও সমালোচনা করেন প্রশান্ত কিশোর। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী নীতীশ কুমার পাল্টুকুমার এবং ডিগবাজি খাওয়া তাঁর রাজনীতির একটি অংশ। তবে যারা (বিজেপি) বিভিন্ন ইস্যুতে নীতীশ কুমারকে পাল্টুকুমার বলেছেন, তাঁরা আজ তাঁকে স্বাগত জানাচ্ছেন। নীতীশের সরকার ভাল প্রশাসনের প্রতীক বলছেন।” এপ্রসঙ্গে আরজেডি-কে কটাক্ষ করেন তিনি।

লোকসভা ভোটের আগে নীতীশ কুমার ঘটা করে মহাগঠবন্ধন ছেড়ে বিজেপিতে যোগ দিলেন। তবে তাঁর এই সখ্যতা বেশিদিন স্থায়ী হবে না বলেও ভবিষ্যদ্বাণী করলেন পিকে। আগামী বছরই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগেই ফের নীতীশ কুমার পাল্টি খাবেন বলেই মনে করেন ভোটকুশলী। তাঁর কথায়, “আজ আমি আরও একটি ভবিষ্যদ্বাণী করছি, যদি ভুল প্রমাণিত হয় আমাকে ধরবেন। এই জোট বিধানসভা ভোট পর্যন্ত স্থায়ী হবে না। লোকসভা ভোটের কয়েক মাস পরই এটা ভেঙে যেতে পারে।”

এদিন কংগ্রেসকেও একহাত নেন পিকে। তিনি বলেন, “আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের সময় কংগ্রেস যে ভূমিকা নিয়েছিল, এখন বিজেপি সেটাই করছে। জাতীয় স্তরের দুই দলই ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থের জন্য অনামী আঞ্চলিক নেতাদের সঙ্গে জোট করছে।”

প্রসঙ্গত, ২০১৮ সালে জেডি(ইউ)-তে সাময়িকের জন্য যোগ দিয়েছিলেন প্রশান্ত কিশোর এবং দলের সহ-সভাপতি পদে উন্নীত হয়েছিলেন। তবে জেডিইউ-এর নাগরিকত্ব সংশোধনী আইনকে সমর্থন করার সিদ্ধান্তের সমালোচনা করায় তাঁকে বহিষ্কার করা হয়। তারপর জন সুরজ সংগঠন নামক দল গঠন করেন বিহারের ‘ভূমিপুত্র’। আগামী বিধানসভা নির্বাচনে তাঁর দল নির্বাচনে লড়তে পারে বলেও সূত্রের খবর।

Next Article