Prashant Kishor: ‘…আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না’, ভবিষ্যদ্বাণী করে দিলেন PK, মিলবে কথা?

Bihar Assembly Election 2025: প্রশান্ত কিশোর দাবি করেন যে বিধানসভা ভোট পর্যন্ত এই জোট থাকবে। বিজেপির এখনও সেই প্রস্তুতি নেই যে নীতীশ কুমারকে সরিয়ে ফেলতে পারবে। সেই কারণেই তাঁকে ভোটের মুখ করা হচ্ছে।

Prashant Kishor: ...আর মুখ্যমন্ত্রী হতে পারবেন না, ভবিষ্যদ্বাণী করে দিলেন PK, মিলবে কথা?
প্রশান্ত কিশোরের ভবিষ্যদ্বাণী।Image Credit source: PTI

|

Jun 29, 2025 | 6:38 AM

পটনা: তিনি কিং মেকার। তাঁর ভোট কৌশলের সামনে বাঘা বাঘা নেতারাও ফেল। এবার তিনিই রাজনীতির ময়দানে। চলতি বছরেই বিহারের বিধানসভা নির্বাচন। জন সূরজ পার্টির প্রতিষ্ঠাতা তথা ভোটকুশলী প্রশান্ত কিশোর জানিয়ে দিলেন, এবার আর বিহারের মুখ্যমন্ত্রী হতে পারবেন না নীতীশ কুমার।

একসময়ে জেডিইউ-র হয়ে ভোটকুশলীর কাজ করেছেন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেসেরও ভোটকুশলী ছিলেন  প্রশান্ত কিশোর। তাঁর দাবি, বিহারের ৬২ শতাংশ মানুষই পরিবর্তন চান। জেডিইউ নেতা নীতীশ কুমার এবারের নির্বাচনের পর আর মুখ্যমন্ত্রী থাকবেন না।

পিকে বলেন, “আগামী ২ মাসে স্থির হয়ে যাবে যে ৬০ শতাংশ মানুষ, যারা পরিবর্তন চান, তারা কাকে ভোট দেবেন। যারা আগে তাদের আশাহত করেছে, তাদের নাকি নতুন বিকল্প বেছে নেবে। যা-ই হোক, নীতীশ কুমার নভেম্বরের পরে আর মুখ্যমন্ত্রী থাকবেন না। বিহার নতুন মুখ্যমন্ত্রী পাবে। এ কথা আমি লিখে দিতে পারি।

পিকের দাবি, নীতীশ কুমারের মানসিক ও শারীরিক অবস্থা দেখেই তিনি নিশ্চিতভাবে এ কথা বলছেন। তিনি বলেন, “বিহারের সবাই জানে যে নীতীশ কুমারের এমন মানসিক ও শারীরিক অবস্থা যে তিনি কিছু করতে পারেন না। যে ব্যক্তি স্টেজে বসে পাশে বসে থাকা প্রধানমন্ত্রীর নাম ভুলে যান, জাতীয় সঙ্গীত ভুলে যান…এক বছরের বেশি সময় ধরে সাংবাদিকদের মুখোমুখি হননি, যিনি নিজের খেয়াল রাখতে পারেন না, তিনি বিহারের খেয়াল রাখবেন? যদি আমি-আপনি এই কথা জানি, প্রধানমন্ত্রী মোদী-অমিত শাহ জানেন না?”

নিজের অভিজ্ঞতা দিয়ে বিচার করে প্রশান্ত কিশোর দাবি করেন যে বিধানসভা ভোট পর্যন্ত এই জোট থাকবে। বিজেপির এখনও সেই প্রস্তুতি নেই যে নীতীশ কুমারকে সরিয়ে ফেলতে পারবে। সেই কারণেই তাঁকে ভোটের মুখ করা হচ্ছে।

যদি নীতীশ কুমার মুখ্যমন্ত্রী না হন, তাহলে কি আরজেডি নেতা তেজস্বী যাদব মুখ্যমন্ত্রী হবেন? প্রশান্ত কিশোরের দাবি, তেজস্বীও মুখ্যমন্ত্রী হবেন না। পরবর্তী মুখ্যমন্ত্রী তাঁর দল জন সূরজ পার্টি থেকেই হবে বলে দাবি। তবে তিনি যে মুখ্যমন্ত্রীর মুখ নন, তাও স্পষ্ট করে দেন।

পিকের ভবিষ্যদ্বাণী, বিহারের বিধানসভা নির্বাচনে ২৪৩টি আসনের মধ্যে নীতীশ কুমারের দল জেডিইউ ২৫টির বেশি আসন জিতবে না।