নয়া দিল্লি: তিন গান্ধীর সঙ্গে বৈঠক করেছেন ভোটকুশলী প্রশান্ত কিশোর (Prashant Kishor)। রাহুল, প্রিয়ঙ্কা, সনিয়ার সঙ্গে কথা হয়েছে তাঁর। এরপরই সূত্রের খবর, কংগ্রেসের পতাকা ধরতে পারেন পিকে। সূত্রের দাবি, ২০২৪ লোকসভা নির্বাচনে মোদী হঠাতে কেন্দ্রীয় স্তরে প্রধান বিরোধী দল কংগ্রেসে যোগদান করতে পারেন তিনি।
রাহুল গান্ধীর বাড়িতে মঙ্গলবার বৈঠক হয়েছে ৪ জনের মধ্যে। সেই বৈঠককে সাধারণ কোনও বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে বৈঠক বলে মানতে নারাজ বিশ্লেষকরা। পাশাপাশি সূত্রের দাবি, ‘বড় কোনও সিদ্ধান্ত’ হয়েছে ওই বৈঠকে। যা লোকসভা নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের কংগ্রেসে যোগদানের সম্ভাবনা বাড়াচ্ছে বলেই মত বিশেষজ্ঞদের। এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে বাংলা জয়ের পর পিকে জানিয়েছিলেন, তিনি যা করছেন তা আর করতে চাইছেন না। সেখান থেকেই প্রত্যক্ষ রাজনীতিতে পিকের প্রত্যাবর্তন নিয়ে জল্পনার পারদ চড়েছিল। এ বার ৩ গান্ধীর সঙ্গে বৈঠকের পর সেই জল্পনা আরও জোরাল হচ্ছে।
এর আগেও প্রত্যক্ষ রাজনীতিতে ছিলেন প্রশান্ত। বিহারের নির্বাচনে নীতীশ কুমারকে জেতানোর পর ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে সংযুক্ত জনতা দলে যোগ দেন তিনি। কিন্তু বেশি দিন নীতীশের নেতৃত্বে থাকেননি পিকে। নাগরিকত্ব সংশোধনী আইনে নীতীশ কুমারের সমর্থনের বিরুদ্ধে কড়া নিন্দায় সরব হন প্রশান্ত কিশোর। তারপরেই ২০২০ সালের ২৯ জানুয়ারি দল থেকে প্রশান্তকে বহিষ্কার করেন নীতীশ কুমার। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে পিকে কয়েকমাস আগেই জানিয়েছিলেন, সক্রিয় রাজনীতিতে তিনি ব্যর্থ। তাই পিছনে ঘুরে গিয়ে ফের নতুন কিছু শুরু করতে চান তিনি।
সেই শুরুটা কি কংগ্রেস অধ্যায়? এই নিয়ে জল্পনা বাড়ছে। কারণ, এর আগে কংগ্রেসের হয়ে ভোটকুশলীর কাজ করেছেন তিনি। এখনও করছেন। পঞ্জাব বিধানসভা নির্বাচনে ক্যপ্টেন অমরিন্দর সিংয়ের উপদেষ্টা তিনি। আবার বিজেপি আটকানোয় যে তিনি সফল, সে প্রমাণও দিয়েছে বাংলা। তাই ২০২৪ লোকসভা নির্বাচনে মোদীকে হঠাতে হাতে হাত রাখতে পারেন পিকে, এই জল্পনাতেই শোরগোল রাজনৈতিক মহলে। আরও পড়ুন: ১ বছর পর এই প্রথম সামনা সামনি চেয়ারে বসল মোদীর ক্যাবিনেট