হায়দরাবাদ: লোকসভা নির্বাচনে দিন ঘোষণা হয়ে গিয়েছে। বিভিন্ন দলের প্রার্থী ঘোষণাও প্রায় শেষ পর্যায়ে। এই আবহে বড় ভবিষ্যদ্বাণী করলেন একসময়ের রাজনৈতিক কৌশলী প্রশান্ত কুমার ওরফে পিকে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জয়ী হবে কি না, কত আসন পেতে পারে এবং বাংলায় কীরকম ফল হবে, সেকথা অকপটে জানালেন পিকে।
এবারের নির্বাচনে ৪০০ পেরোনোর লক্ষ্যমাত্রা নিয়েছে বিজেপি। কিন্তু, প্রখ্যাত রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোরের মতে, বিজেপির এককভাবে ৩৭০ আসন জয়ের সম্ভাবনা খুব কম। তবে পশ্চিমবঙ্গে সারপ্রাইজিং ফল হবে বলে মনে করেন পিকে। তাঁর কথায়, আমি কোনও ভবিষ্যদ্বাণী করতে চাই না। তবে পশ্চিমবঙ্গে তৃণমূলের তুলনায় ভাল ফল হবে বিজেপির। পশ্চিমবঙ্গ থেকে এক অভাবনীয় ফল আসতে চলেছে, যেটা বিজেপির পক্ষে যাবে। এছাড়া দক্ষিণের রাজ্যগুলিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আখছার সফর বিজেপির জন্য ভাল ইঙ্গিত বলেই মনে করেন পিকে।
হায়দরাবাদে এক সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর লোকসভা ভোটের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করলেও কোন দল কত আসন পাবে, তা এখনই নিশ্চিত করেননি তিনি। তবে জয়ের পাল্লা যে বিজেপির দিকেই ঝুঁকে রয়েছে, তা পিকে-র কথাতেই স্পষ্ট। বাংলা ছাড়াও বিহার, ওড়িশা, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গনা, তামিলনাড়ু এবং কেরলেও বিজেপির আসন সংখ্যা বাড়বে বলে জানিয়েছেন তিনি।
শুধু ভবিষ্যদ্বাণী করা নয়, কেন বিজেপি ভাল ফল করবে, তাও ব্যাখ্যা করেছেন পিকে। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিশেষ জনপ্রিয়তা রয়েছে। এছাড়া বিরোধীরা শক্তিশালী না হওয়ায় বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট অনেক সুবিধা পেয়েছে। এছাড়া নরেন্দ্র মোদী বিরোধীদের থেকেই অনেক প্রচার পেয়েছেন বলে মনে করেন পিকে।