রাষ্ট্রপতির বড় সিদ্ধান্ত, ৯ রাজ্য পেল নতুন রাজ্যপাল

Jyotirmoy Karmokar | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 28, 2024 | 12:02 PM

Governor Change: আপ শাসিত পঞ্জাবের রাজ্যপাল হচ্ছেন গুলাব চন্দ কাটারিয়া। এছাড়াও চন্ডীগঢ়ের অ্যাডমিনিস্ট্রেটর পদের দায়িত্বে থাকবেন তিনি। এতদিন অসমের রাজ্যপাল ছিলেন তিনি। বিজেপির বর্ষীয়ান নেতা একসময় রাজস্থানের গুরুত্বপূর্ণ মন্ত্রীও ছিলেন।

রাষ্ট্রপতির বড় সিদ্ধান্ত, ৯ রাজ্য পেল নতুন রাজ্যপাল
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: একাধিক রাজ্যে রদবদল। ৯ রাজ্যে নতুন রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বদল হল ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, তেলঙ্গানা, পঞ্জাব, ছত্তীসগঢ়, অসম, রাজস্থান, সিকিম, মেঘালয় ও পুদুচেরির রাজ্যপাল।

জানা গিয়েছে, ঝাড়খণ্ডের নতুন রাজ্যপাল হচ্ছেন বিজেপির বর্ষীয়ান নেতা সন্তোষ গাঙ্গোয়ার। উত্তর প্রদেশের বরেলী থেকে টানা ৬ বার সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন গঙ্গোয়ার। এবার লোকসভা নির্বাচনে টিকিট পাননি বর্ষীয়ান নেতা। এবার তাঁকে রাজ্যপাল করা হল।

কংগ্রেস শাসিত তেলেঙ্গানায় পরবর্তী রাজ্যপাল হচ্ছেন ত্রিপুরার প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা জিষ্ণুদেব ভার্মা। মহারাষ্ট্রের পরবর্তী রাজ্যপাল হতে চলেছেন সিপি রাধাকৃষ্ণান। এতদিন ঝাড়খণ্ডের রাজ্যপালের পদ সামলেছেন তিনি। এছাড়াও তেলঙ্গানার রাজ্যপাল পদের অতিরিক্ত দায়িত্ব ছিল তার কাঁধে। তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি কোয়েম্বাটুর থেকে দু’বার লোকসভা সাংসদ হয়েছেন।

আপ শাসিত পঞ্জাবের রাজ্যপাল হচ্ছেন গুলাব চন্দ কাটারিয়া। এছাড়াও চন্ডীগঢ়ের অ্যাডমিনিস্ট্রেটর পদের দায়িত্বে থাকবেন তিনি। এতদিন অসমের রাজ্যপাল ছিলেন তিনি। বিজেপির বর্ষীয়ান নেতা একসময় রাজস্থানের গুরুত্বপূর্ণ মন্ত্রীও ছিলেন।

ছত্তীসগঢ়ের পরবর্তী রাজ্যপাল হচ্ছেন রমেন ডেকা। তিনি অসমের বিজেপির প্রাক্তন সাংসদ।

রাজস্থানের পরবর্তী রাজ্যপাল হচ্ছেন হরিভাও কিষাণ রাও বাগদে। মহারাষ্ট্র বিজেপির বর্ষীয়ান নেতা তথা মহারাষ্ট্র বিধানসভার প্রাক্তন স্পিকার ছিলেন তিনি।

সিকিমের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন ও পি মাথুর। রাজস্থান বিজেপির বর্ষীয়ান নেতা তিনি। রাজ্যসভার প্রাক্তন সাংসদ ও পি মাথুর বিজেপির কেন্দ্রীয় সংগঠনে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।

অসমের পরবর্তী রাজ্যপাল হচ্ছেন সিকিমের প্রাক্তন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। এছাড়াও মণিপুরের রাজ্যপাল পদের অতিরিক্ত দায়িত্বে থাকবেন তিনি। উত্তর প্রদেশ বিজেপির নেতা লক্ষণ প্রসাদ এক সময় উত্তর প্রদেশ বিধান পরিষদের সদস্য ছিলেন।

মেঘালয়ের রাজ্যপালের দায়িত্ব পাচ্ছেন সি এইচ বিজয়শঙ্কর। কর্ণাটক বিজেপির বর্ষীয়ান নেতা তথা লোকসভার প্রাক্তন সাংসদ একসময় বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। ২০১৯ সালে ফের বিজেপিতে ফিরে আসেন তিনি।

কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির লেফটেন্যান্ট গভর্নর হচ্ছেন কে কৈলাসনাথন। অবসরপ্রাপ্ত আইএএস অফিসার তিনি।  নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর চিফ প্রিন্সিপাল সেক্রেটারির দায়িত্ব পালন করেছিলেন কৈলাসনাথন।

Next Article