Bangla News India President Murmu offers prayers at Sri Venkateswara temple at Tirupati
President Murmu: তিরুপতি মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি, স্বাগত জানানো হল আতা দিয়ে, দেখুন ছবি
TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী
Dec 05, 2022 | 3:30 PM
President Murmu offers prayers at Sri Venkateswara temple: সোমবার (৫ ডিসেম্বর), অন্ধ্রপ্রদেশের তিরুপতির জেলার তিরুমালায়, শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। দেখুন ছবিতে ছবিতে।
1 / 10
সোমবার (৫ ডিসেম্বর), অন্ধ্রপ্রদেশের তিরুপতির জেলার তিরুমালায়, শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরে পুজো দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি হওয়ার পর এই প্রথম তিনি এই মন্দির দর্শন করলেন। মন্দিরে এদিন বিভিন্ন আচার অনুষ্ঠানে অংশ নেন তিনি।
2 / 10
মন্দিরের ঐতিহ্য মেনে, রাষ্ট্রপতি প্রথমে স্বামী পুষ্করিণীতে পুজো দেন। তারপর যান শ্রী বরাহস্বামী মন্দিরে।
3 / 10
এরপর, শ্রীভরি মন্দিরের মহাদ্বারে তাঁকে স্বাগত জানান তিরুমালা তিরুপতি দেবস্থানম-এর চেয়ারম্যান ওয়াইভি সুব্বা রেড্ডি এবং টিটিডি-র এক্সিকিউটিভ অফিসার এভি ধর্ম রেড্ডি।
4 / 10
সেই সময় মন্দিরের সেবাইতরা বেদ মন্ত্র উচ্চারণ করেন এবং মেলাম (একপ্রকার বাদ্যযন্ত্র) বাজিয়ে এবং ঐতিহ্য মেনে আতা দিয়ে অভ্যর্থনা করেন ভারতের রাষ্ট্রপতির।
5 / 10
এরপর রাষ্ট্রপতি এবং তার সফরসঙ্গীরা শ্রীভরি দর্শন করেন। গর্ভগৃহে প্রবেশ করে ভগবান ভেঙ্কটেশ্বরের কাছে প্রার্থনা জানান।
6 / 10
প্রধান পুরোহিত মূলা বিরাট অর্থাৎ দেবতার গায়ে থাকা রত্নের তাৎপর্য এবং ক্ষেত্র মাহাত্য ব্যাখ্যা করেন।
7 / 10
পরে রঙ্গনায়কুলা মণ্ডপে রাষ্ট্রপতিকে 'বেদ আশীর্বচন' দেওয়া হয়।
8 / 10
টিটিডি-র চেয়ারম্যান এবং এক্সিকিউটিভ অফিসার 'শ্রীভরি তীর্থ প্রসাদম', ভগবান ভেঙ্কটেশ্বরের ছবি, ২০২৩ সালের টিটিডি ডায়েরি এবং ক্যালেন্ডার উপহার দেন রাষ্ট্রপতিকে।
9 / 10
এদিন রাষ্ট্রপতির সঙ্গে তিরুমালা ভেঙ্কটেশ্বর মন্দির সফর করেন কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী জি কিশান রেড্ডি, অন্ধ্রপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী নারায়ণ স্বামী এবং রাজ্যের পর্যটন মন্ত্রী আর.কে. রোজা প্রমুখ।
10 / 10
রাষ্ট্রপতির আগমন উপলক্ষে তিরুমালা মন্দিরের অন্যতম প্রধান পুরোহিত বেনুগোপাল দীক্ষিতুলু-সহ মন্দিরের সকল ধর্মগুরু উপস্থিত ছিলেন।