Jammu Kashmir: রাষ্ট্রপতি শাসনের ইতি জম্মু-কাশ্মীরে, আরও এক ধাপ এগোল সরকার গঠন

ঈপ্সা চ্যাটার্জী |

Oct 14, 2024 | 6:42 AM

President's Rule: এবারের জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট। জম্মু-কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন ওমর আবদুল্লা।

Jammu Kashmir:  রাষ্ট্রপতি শাসনের ইতি জম্মু-কাশ্মীরে, আরও এক ধাপ এগোল সরকার গঠন
জম্মু-কাশ্মীর।
Image Credit source: PTI

Follow Us

শ্রীনগর: নতুন সরকার গঠনের পথে আরও এক ধাপ এগোল জম্মু-কাশ্মীর। অবশেষে প্রত্যাহার হল রাষ্ট্রপতির শাসন। দীর্ঘ ১০ বছর পর জম্মু-কাশ্মীরে এবার বিধানসভা নির্বাচন হয়েছিল। নির্বাচনের ফল প্রকাশের পরই কেন্দ্রের তরফে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করা হল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে গেজেট নির্দেশিকা জারি করে জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতির শাসন শেষ করার ঘোষণা করা হয়েছে। অবিলম্বেই এই শাসন শেষ হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর স্বাক্ষর করা গেজেট নির্দেশিকায় বলা হয়েছে, মুখ্যমন্ত্রী নিয়োগের আগে রাষ্ট্রপতির শাসনের ইতি করা হচ্ছে।

এবারের জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে জয়ী হয়েছে ন্যাশনাল কনফারেন্স-কংগ্রেস জোট। জম্মু-কাশ্মীরের পরবর্তী মুখ্যমন্ত্রী হতে চলেছেন ওমর আবদুল্লা।

প্রসঙ্গত, ২০১৯ সালের ৫ অগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্ত করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করা হয়। ওই বছরই ৩১ অক্টোবর জম্মু-কাশ্মীরে রাষ্ট্রপতি শাসন জারি হয়। জম্মু-কাশ্মীরকে ভেঙে দুটি কেন্দ্র শাসিত অঞ্চলে (জম্মু ও কাশ্মীর এবং লাদাখে) ঘোষণা করা হয়। তবে তার আগেই ২০১৭ সালের জুন মাসে যখন বিজেপি পিডিপি সরকার থেকে সমর্থন তুলে নেয় এবং মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন মেহবুবা মুফতি, সেই সময় থেকেই রাষ্ট্রপতি শাসন জারি ছিল রাজ্যে।

Next Article