PM Narendra Modi: ‘সবার জন্য এআই’, দেশের প্রথমসারির প্রযুক্তি সংস্থার CEO দের সঙ্গে বড় বৈঠক করে ফেললেন মোদী
AI in India: সামনেই আসছে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’। তার আগে এই বৈঠকে অংশগ্রহণকারী প্রযুক্তিবিদরা ভারতকে এআই প্রযুক্তির হাব হিসেবে গড়ে তোলার জন্য সরকারের এই নিরন্তর প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জানাচ্ছেন। বৈঠকে ভারতের ডিজিটাল সাফল্যের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির ভবিষ্যৎ রূপরেখা তৈরি করতে দেশের প্রথম সারির প্রযুক্তি সংস্থার সিইও এবং বিশেষজ্ঞদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করে ফেললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোক কল্যাণ মার্গের বাসভবনে আয়োজিত এই আলোচনার মূল লক্ষ্যই ছিল কীভাবে ভারতকে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিশ্বমঞ্চে স্বনির্ভর করে তোল যায়। কীভাবে ভারত এই খাতে গোটা বিশ্বে অগ্রণী ভূমিকা নিতে পারে তা নিয়েও বিশদে আলোচনা হয়।
সামনেই আসছে ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’। তার আগে এই বৈঠকে অংশগ্রহণকারী প্রযুক্তিবিদরা ভারতকে এআই প্রযুক্তির হাব হিসেবে গড়ে তোলার জন্য সরকারের এই নিরন্তর প্রচেষ্টাকে পূর্ণ সমর্থন জানাচ্ছেন। বৈঠকে ভারতের ডিজিটাল সাফল্যের খতিয়ান তুলে ধরেন প্রধানমন্ত্রী। ইউপিআই (UPI)-এর মাধ্যমে ভারত যেমন বিশ্বকে ডিজিটাল লেনদেনের পথ দেখিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও সেই একই সাফল্যের পুনরাবৃত্তি ঘটাতে হবে বলেই মনে করছেন তিনি।
মোদীর স্পষ্ট কথা, ভারতের জনসংখ্যা, বৈচিত্র্য এবং গণতান্ত্রিক পরিবেশের কারণে সারা বিশ্ব এ দেশের ডিজিটাল পরিকাঠামোর ওপর গভীর আস্থা রাখে। তাই কেবল উদ্ভাবন নয়, বরং দেশীয় প্রযুক্তির ব্যাপক ব্যবহারের মাধ্যমে বিশ্বকে অনুপ্রাণিত করার পাশাপাশি জাতীয় উন্নয়নে এর সঠিক প্রয়োগ নিশ্চিত করতে হবে। প্রযুক্তির উন্নয়নের পাশাপাশি এর নৈতিক ব্যবহারের উপরেও বিশেষ জোর দেন প্রধানমন্ত্রী। মোদীর সাফ কথা, এআই ইকোসিস্টেম হতে হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং সুরক্ষিত। ডেটা নিরাপত্তার গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, প্রযুক্তির বিকাশে নৈতিকতার প্রশ্নে কোনোও আপস করা চলবে না। একইসঙ্গে জোর দেন তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধির উপরেও। একইসঙ্গে তাঁর সংয ভারতের এআই ইকোসিস্টেম যেন দেশের মৌলিক চরিত্র ও জাতীয় মূল্যবোধকে সঠিকভাবে প্রতিফলিত করে সে কথাও মনে করিয়ে দেন তিনি।
এই উচ্চ পর্যায়ের বৈঠকে উইপ্রো, টিসিএস, এইচসিএল টেক, জোহো এবং জিও প্ল্যাটফর্মের মতো শীর্ষস্থানীয় সংস্থার কর্ণধারদের পাশাপাশি আইআইটি মাদ্রাজ ও বোম্বের বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন। ছিলেন কেন্দ্রীয় আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং প্রতিমন্ত্রী জিতিন প্রসাদও। ‘সবার জন্য এআই’ (AI for All) এই মন্ত্রকে সামনে রেখে প্রযুক্তিগত উৎকর্ষের মাধ্যমে ভারতকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার বার্তা দেন সকলেই।
