
নয়াদিল্লি: চারদিনের ছট উৎসব আজ(শনিবার) থেকে শুরু হল। আর উৎসবের শুরুতে সকলকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বললেন, বিশ্বের কোণায় কোণায় এখন ছট উৎসব পালন হয়। প্রত্যেককে আশীর্বাদ করার জন্য ছঠি মাইয়ার কাছে প্রার্থনাও করলেন প্রধানমন্ত্রী। শনিবার সকালে এক্স হ্যান্ডলে সঙ্গীতশিল্পী শারদা সিনহার একটি গানও শেয়ার করেছেন তিনি।
এদিন এক্স হ্যান্ডলে ছট উৎসব নিয়ে একাধিক পোস্ট করেন প্রধানমন্ত্রী। একটি পোস্টে তিনি লেখেন, “নাহয়-খায় পবিত্র আচারের মাধ্যমে চারদিনের ছট উৎসব আজ শুরু হল। বিহার-সহ সমগ্র দেশের ভক্তদের আন্তরিক শুভেচ্ছা জানাই। যাঁরা উপবাস পালন করছেন, তাঁদের সকলকে শ্রদ্ধা ও নমস্কার জানাই।”
ছট উৎসবের মাহাত্ম্য তুলে ধরে আর একটি পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, “আমাদের সংস্কৃতির এই মহৎ উৎসব সরলতা এবং সংযমের প্রতীক। যার পবিত্রতা এবং নিয়মনিষ্ঠা অতুলনীয়। এই পবিত্র উৎসবে ছট ঘাটে যে দৃশ্যগুলি দেখা যায়, তা পারিবারিক এবং সামাজিক সম্প্রীতিকে অনুপ্রাণিত করে। আমাদের সমাজে ছটের প্রাচীন ঐতিহ্যের গভীর প্রভাব রয়েছে।”
नहाय-खाय के पावन अनुष्ठान के साथ आज से चार दिवसीय महापर्व छठ का शुभारंभ हो रहा है। बिहार सहित देशभर के श्रद्धालुओं को मेरी हार्दिक शुभकामनाएं। सभी व्रतियों को मेरा नमन और वंदन!
— Narendra Modi (@narendramodi) October 25, 2025
আজ বিশ্বের কোণায় কোণায় ছট উৎসব পালিত হচ্ছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। সকলকে আশীর্বাদ করার জন্য ছঠি মাইয়ার কাছে প্রার্থনা করলেন। গতকাল বিহারের বেগুসরাই গিয়েছিলেন মোদী। সেকথা জানিয়ে তিনি বলেন, বেগুসরাইয়ের সঙ্গে বিহারের ‘কোকিলা’ শারদা সিনহাজির আত্মিক যোগ রয়েছে। শারদা সিনহাজি ও অনেক লোকশিল্পী তাঁদের গানের মাধ্যমে ছট উৎসবে বিশেষ আবেগ যোগ করেছেন। প্রধানমন্ত্রী এদিন শিল্পী শারদা সিনহার একটি গানও শেয়ার করেছেন।
হিন্দু উৎসবগুলির অন্যতম এই ছট পুজো। প্রধানত বিহার, ঝাড়খণ্ড এবং উত্তর প্রদেশের পূর্বভাগে তা পালিত হয়। এছাড়া দেশের বিভিন্ন প্রান্তেও ছট উৎসবে অনেকে মেতে ওঠেন। নেপালের একাংশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে ভারতীয়রা এই উৎসব পালন করেন। ছট উৎসবের অন্যতম অংশ ছঠি মাইয়াকে উৎসর্গ করে গান। ছট পুজো সংক্রান্ত গান তাঁর সঙ্গে শেয়ার করার জন্য গতকাল এক্স হ্যান্ডলে সকলকে আহ্বান জানিয়েছিলেন মোদী।