‘ভাবতে শেখায়, মনকে মুক্ত করে দেয়’, ডিজিটাল গীতার উদ্বোধন মোদীর

সুমন মহাপাত্র |

Mar 11, 2021 | 2:11 PM

গীতাকে (Bhagabat Gita) ডিজিটাল করলে তরুণদের এই ক্ষেত্রে আরও আকর্ষণ বাড়বে বলেই মত প্রধানমন্ত্রীর (Narendra Modi)।

ভাবতে শেখায়, মনকে মুক্ত করে দেয়, ডিজিটাল গীতার উদ্বোধন মোদীর
ছবি- পিটিআই

Follow Us

নয়া দিল্লি: ‘মহাত্মা গান্ধী, লোকমান্য তিলক, মহাকবি সুব্রহ্মণ্য ভারতীর মতো মহান ব্যক্তিত্বরা গীতা (Bhagabat Gita) থেকে অনুপ্রাণিত হয়েছেন।’ স্বামী চিদভবানন্দর ভগবদগীতার কিন্ডল ভার্সানের উদ্বোধনে গিয়ে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। পাশাপাশি প্রধানমন্ত্রী গীতার মাহাত্ম্য বোঝাতে গিয়ে গীতাকে সেই মায়ের সঙ্গে তুলনা করেন যে সন্তানকে কাছে টেনে নেয়। মোদী বলেন, “ভগবদগীতার সৌন্দর্য হল তার গভীরতাা, বৈচিত্র ও নমনীয়তা।”

ই-বুকের মাধ্যমে গীতা প্রকাশের বিষয়ে প্রধানমন্ত্রী জানান, তরুণদের মধ্যে ই-বুকের জনপ্রিয়তা বাড়ছে। তাই গীতাকে ডিজিটাল করলে তরুণদের এই ক্ষেত্রে আরও আকর্ষণ বাড়বে বলেই মত প্রধানমন্ত্রীর। তিনি বলেন, “এর মাধ্যমে গীতা ও তামিল সংস্কৃতির মধ্যে সংযোগ আরও নিবিড় হবে।” এ দিন স্বামী চিদভবানন্দের প্রতিও শ্রদ্ধাজ্ঞাপন করেন প্রধানমন্ত্রী। চিদভবানন্দ তিরুপরাইথুরাইয়ের শ্রী রামকৃষ্ণ তপোবন আশ্রমের প্রতিষ্ঠাতা। তাঁর উদ্দেশে মোদী বলেন, “আমি চিদভবানন্দজিকে শ্রদ্ধা জানাতে চাই কারণ তিনি ভারতের জন্য জীবনকে উৎসর্গ করেছেন।”

গীতা এর আগে তামিল, তেলেগু, ওড়িয়া, জার্মানি, জাপানি, ইংরাজি-সহ একাধিক ভাষায় অনুবাদিত হয়েছে। এ বার কিন্ডেলেও প্রকাশ পেল গীতা। উদ্বোধন অনুষ্ঠানে মোদী জানান, দেশের করোনা প্রতিষেধক এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। এই শিক্ষাও গীতা থেকেই পাওয়া। প্রধানমন্ত্রী বলেন, “এর আগে বিশ্বের যখন ওষুধ লেগেছে, ভারত তা দিয়েছে। সারা বিশ্বকে ভারত মেড-ইন-ইন্ডিয়া করোনা প্রতিষেধক দিচ্ছে, এটাই গীতা থেকে পাওয়া শিক্ষা।”

আরও পড়ুন: আশ্রমেই কিশোরীদের সঙ্গে চলত ঘৃণ্য আচরণ, এবার ইন্টারপোলের নজরে ‘স্বঘোষিত ধর্মগুরু’

Next Article