ভিডিয়ো: ভারতকে ‘স্বচ্ছ’ করতে ঝাঁটা হাতে নামলেন মোদী-শাহ

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 01, 2023 | 2:55 PM

রবিবার সকালে ‘স্বচ্ছতা অভিযানে’ নেমে মোদী সঙ্গে নিয়েছিলেন ফিটনেস ইনফ্লুয়েনসার অঙ্কিত বাইয়াপুরিয়াকে। স্বচ্ছতার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা এবং ফিটনেসের গুরুত্বের কথাও উঠে এসেছে মোদীর কথায়। এ সংক্রান্ত একটি ভিডিয়ো নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে (অতীতের টুইটার) পোস্ট করেছেন মোদী।

ভিডিয়ো: ভারতকে ‘স্বচ্ছ’ করতে ঝাঁটা হাতে নামলেন মোদী-শাহ
স্বচ্ছ অভিযানে প্রধানমন্ত্রী।

Follow Us

নয়াদিল্লি: সেপ্টেম্বর মাসের শেষ রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠান থেকেই ‘স্বচ্ছতা হি সেবা’ অভিযানের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতেই এই অভিযানে সামিল হওয়ার আহ্বান জানিয়েছিলেন মোদী। স্বচ্ছতায় এক ঘণ্টা শ্রম দিয়ে নিজের এলাকা, নদীনালা, জলাশয়, রাস্তাঘাট পরিষ্কারের মাধ্যমে গান্ধীজিকে ‘স্বচ্ছাঞ্জলি’ দেওয়ার কথা বলেছিলেন নরেন্দ্র মোদী। সেই মতো ১ অক্টোবর, রবিবার সকালেই থেকেই দেশের বিভিন্ন প্রান্তে স্বচ্ছতা অভিযানে নেমেছেন দেশবাসীর একাংশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রবিবার সকালে স্বচ্ছতা অভিযানে অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছাড়াও মোদী সরকারের অন্যান্য মন্ত্রী এবং সাংসদরাও এই অভিযানে সামিল হয়েছেন।

রবিবার সকালে ‘স্বচ্ছতা অভিযানে’ নেমে মোদী সঙ্গে নিয়েছিলেন ফিটনেস ইনফ্লুয়েনসার অঙ্কিত বাইয়াপুরিয়াকে। স্বচ্ছতার পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা এবং ফিটনেসের গুরুত্বের কথাও উঠে এসেছে মোদীর কথায়। এ সংক্রান্ত একটি ভিডিয়ো নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে (অতীতের টুইটার) পোস্ট করেছেন মোদী। সেই পোস্টে তিনি লিখেছেন, “আজ স্বচ্ছতার বিষয়ে নজর দিয়েছে গোটা জাতি। অঙ্কিত বাইয়ানপুরিয়া এবং আমিও সেই কাজ করলাম। পরিষ্কারের পাশাপাশি ফিটনেসের বিষয়েও আলোচনা করলাম। এই দুই মিশ্রন ঘটালে তবেই স্বচ্ছ এবং স্বাস্থ্যকর ভারত তৈরি করা সম্ভব।”

 

মোদী ছাড়াও তাঁর মন্ত্রিসভার অন্যান্য সদস্য এবং বিজেপি নেতাদের দেশের বিভিন্ন প্রান্তে স্বচ্ছতা অভিযানে সামিল হতে দেখা গিয়েছে। আহমেদাবাদে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্বচ্ছতা অভিযানে সামিল হয়েছেন। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা।

Next Article