রাঁচী: অনেক কান্নাকাটি, কাকুতি-মিনতি করেছিল মেয়েগুলি, কথা কানেই তোলেননি প্রিন্সিপাল। অটল রইলেন নিজের সিদ্ধান্তে। দশম শ্রেণির ছাত্রীদের নির্দেশ দিলেন শার্ট খুলে ফেলতে। শুধু এখানেই থামেননি তিনি। ওই অবস্থাতেই ফেরত পাঠালেন বাড়ি। এমনই হেনস্থার শিকার ৮০ ছাত্রী।
ঝাড়খণ্ডের ধানবাদ জেলার একটি বেসরকারি স্কুলের প্রিন্সিপাল এই কাণ্ড ঘটান। দশম শ্রেণির পরীক্ষা শেষ, সহপাঠীদের সঙ্গে শেষবার দেখা হচ্ছিল, তাই শার্টে একে অপরের উদ্দেশে নানা ভাল কথা লিখেছিল ছাত্রীরা। প্রিন্সিপালের নজরে আসে বিষয়টি। শাস্তি দিতে ৮০ জন ছাত্রীকে শার্ট খুলতে নির্দেশ দেন।
এমন লজ্জাজনক পরিস্থিতি, বহুবার ক্ষমা চেয়েছিল ছাত্রীরা। কিন্তু প্রিন্সিপাল শাস্তি দিতেই অনড়। জোর করে ছাত্রীদের শার্ট খোলালেন। স্কুল ছুটির পরও সেই শার্ট ফেরত দিলেন না। শার্ট ছাড়াই বাড়ি ফেরত পাঠালেন। ব্লেজারটুকু পরে কোনওমতে লজ্জা নিবারণ করে ছাত্রীরা।
ঘটনাটি জানাজানি হতেই ছাত্রীদের অভিভাবকরা সরাসরি ধানবাদের ডেপুটি কমিশনারের কাছে অভিযোগ জানান। এরপরই প্রিন্সিপালের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়। বিশেষ একটি কমিটিও গঠন করা হয়েছে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট, জেলা শিক্ষা আধিকারিক, জেলা সমাজ উন্নয়ন আধিকারিক ও সাব ডিভিশনাল পুলিশ অফিসারকে নিয়ে। তাদের রিপোর্টের ভিত্তিতে প্রিন্সিপালের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে।