
নয়া দিল্লি: ২ সপ্তাহের মধ্যে রাজ্যের বাকি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সি ভি আনন্দ বোসকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
ডিসেম্বরের শেষে সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল। সে সময়ে আচার্যের তরফে আশ্বাস দেওয়া হয়েছিল, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হয়ে যাবে। আচার্যের তরফে সুপ্রিম কোর্টের কাছে আরও ৬ সপ্তাহ সময় চাওয়া হল। সুপ্রিম কোর্ট সে সময়ে রাজ্যপালকে তিন সপ্তাহ সময় দেয়।
আগেই সুপ্রিম কোর্টে রাজ্যপালের তরফে কেন্দ্রের অ্যাটর্নি জেনারেল আর বেঙ্কটরমণি সওয়াল করেছিলেন, ১৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামে রাজ্যপাল ছাড়পত্র দিয়ে দিয়েছেন। আরও ১৭টি বিশ্ববিদ্যালয় বাকি। তার জন্য আরও কিছু সময় দেওয়া হোক। রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, ১৭ সংখ্যাটা শুনতে ভাল। কিন্তু ৩৪টি-র মধ্যে মাত্র ১৯টি হয়েছে।
উপাচার্য নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে মতবিরোধ চলছে। সুপ্রিম কোর্ট গত জুলাই মাসে প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বে ‘সার্চ-কাম- সিলেকশন’ কমিটি গঠন করে দেয়। সুপ্রিম কোর্ট আগের নির্দেশে জানায়, ওই কমিটি উপাচার্যদের নানের বাছাই তালিকা মুখ্যমন্ত্রীর কাছে পাঠাবে। মুখ্যমন্ত্রী নিজের পছন্দ অনুযায়ী নাম সাজিয়ে রাজ্যপালের কাছে পাঠাবেন। রাজ্যপাল সিলমোহর দেবেন। মতান্তর হলে সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে। ১৯টা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ ইতিমধ্যেই হয়েছে। বাকি বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের ব্যাপারে রাজ্য়পালকে নির্দেশ সুপ্রিম কোর্টের।