কেটে নেওয়া হয়েছে পুরুষাঙ্গ! জলে ভেসে উঠল যুবকের দেহ, কালাজাদুর সঙ্গে যোগ?

Crime: শনিবার তিনি একাই এসেছিলেন নিজের সঙ্গে ওই গরু বাছুরগুলিকে নিয়ে যেতে। সেই সময়ই গ্রামবাসীরা তাঁকে ধরে ফেলে এবং তুলে নিয়ে যায় নির্জন জায়গায়। সেখানেই তাঁকে নৃশংসভাবে খুন করা হয়। কেটে নেওয়া হয় যৌনাঙ্গ।

কেটে নেওয়া হয়েছে পুরুষাঙ্গ! জলে ভেসে উঠল যুবকের দেহ, কালাজাদুর সঙ্গে যোগ?
প্রতীকী চিত্র।Image Credit source: Meta AI

|

Aug 04, 2025 | 8:37 AM

ভুবনেশ্বর: অন্ধবিশ্বাসের জেরে খুন। কালা জাদু করেন, শুধুমাত্র এই সন্দেহে এক যুবককে খুন করল একদল মানুষ। খুনের পর ওই যুবকের যৌনাঙ্গও কেটে নেওয়া হয়। দেহ ফেলে দেওয়া হয় জলাধারে। পরে সেই দেহ ভেসে উঠতেই তদন্তে নামল পুলিশ।

ভয়ঙ্কর ঘটনাটি ঘটেছে ওড়িশার গজপতি জেলায়। শনিবার রাতে মালাসাপাদার গ্রামে এই ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, বছর পয়ত্রিশের ওই যুবক তাঁর পরিবার নিয়ে গ্রামে থাকতেন। বিশেষ কারোর সঙ্গে মিশতেন না। মূলত পশুপালন করেই তাদের সংসার চলত।

সম্প্রতি, দুই সপ্তাহ আগে গ্রামের এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়। এরপরই গ্রামে রটে যায় যে ওই যুবক কালাজাদু করতেন। তার জন্যই ওই মহিলার মৃত্যু হয়েছে।

গ্রামবাসীদের রোষ থেকে দিন কয়েক আগে স্ত্রী-পরিবারকে নিয়ে গঞ্জম জেলায় নিজের শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলেন ওই যুবক। তবে প্রচুর গরুর-বাছুর, ছাগল থাকায় তাদের দেখভালের জন্য শ্যালিকাকে বলে গিয়েছিলেন। শনিবার তিনি একাই এসেছিলেন নিজের সঙ্গে ওই গরু বাছুরগুলিকে নিয়ে যেতে। সেই সময়ই গ্রামবাসীরা তাঁকে ধরে ফেলে এবং তুলে নিয়ে যায় নির্জন জায়গায়। সেখানেই তাঁকে নৃশংসভাবে খুন করা হয়। কেটে নেওয়া হয় যৌনাঙ্গ। এরপর তাঁর দেহ হারাভাঙ্গি জলাধারে ফেলে দেওয়া হয়।

রবিবার দেহ ভেসে উঠতেই স্থানীয় বাসিন্দারা কয়েকজন পুলিশকে খবর দেন। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ১৪ জন গ্রামবাসীকে আটক করা হয়েছে।