প্রয়াগরাজ: উত্তর প্রদেশে ভোটের (Uttar Pradesh Assembly election) বাদ্যি বেজে যাওয়ার পর থেকেই, কংগ্রেসের (Congress) মুখ্যমন্ত্রী মুখ ঘিরে গোবলয়ের রাজনীতিতে নানারকম জল্পনা ছড়িয়েছে। কয়েকদিন আগে প্রবীণ কংগ্রেস নেতা সলমন খুরশিদের (Salman Khurshid) মন্তব্যে জল্পনা আরও জোরালো হয়েছিল। কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীকে দলের মুখ্যমন্ত্রী মুখ করার সপক্ষে সওয়াল করেন তিনি। শনিবার সেই সম্ভাবনা আরও একবার উস্কে দিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন প্রয়াগরাজে (Prayagraj) নিজের সফর চলাকালীন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সলমন খুরশিদ বলেন “আগামী উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) নেতৃত্বে লড়বে কংগ্রেস। এবার প্রিয়াঙ্কা দলের মুখ্যমন্ত্রী মুখ তিনি হবেন কিনা সেই সিদ্ধান্ত একান্তই তাঁর ব্যক্তিগত”।
প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে আগামী বিধানসভা নির্বাচনে লড়াই করার কথা আগের সপ্তাহেই ঘোষণা করেন কংগ্রেসের এই প্রবীণ আইনজীবী নেতা। সেই সময় তিনি, দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রায়বরেলিতে ছিলেন। তখনই সলমন জানিয়েছিলেন ২০২২ সালের বিধানসভা নির্বাচনে উত্তর প্রদেশে একক ক্ষমতায় লড়বে কংগ্রেস। অন্য কোনও দলের সঙ্গে কোনওরকম জোট (Pre Poll Alliance) বা আসন সমঝোতার পথে হাঁটতে রাজি নয় দলের হাইকম্যান্ড। দেশের সবচেয়ে বড় রাজ্যটির ৪০৩ টি আসনেই প্রার্থী দেবে তারা। এবং নির্বাচনী বৈতরণী পার করতে প্রিয়াঙ্কাই যে ভরসা, সেই বিষয়ে কোনও রাখঢাক করেননি খুরশিদ।
Congress would contest the UP assembly polls under party General Secretary Priyanka Gandhi Vadra’s leadership & she herself would decide on the issue of whether she would be party’s chief ministerial candidate or not: Congress leader Salman Khurshid in Prayagraj (18.09) pic.twitter.com/aFWDl151EO
— ANI UP (@ANINewsUP) September 18, 2021
আরও পড়ুন Ashoknagar Chaos: ‘বিজেপি করাই অপরাধ’, অশোকনগরে মধ্যরাতে বোমা পড়ল দুই ভাইয়ের বাড়িতে
কংগ্রেসের প্রথম সারির নেতৃত্ব ২০২২ নির্বাচনকে পাখির চোখ করে, স্থানীয় মানুষের চাহিদা, দলীয় সমস্যা ও সংগঠনের হাল হকিকত যাচাই করে নেওয়ার জন্য, উত্তর প্রদেশের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে সফর করছেন। কংগ্রসের নির্বাচনী ইস্তেহারে (Election Manifesto) সাধারণের সমস্যা উঠে আসবে বলেই জানা যাচ্ছে। “সলমন খুরশিদের মতে দলীয় কর্মীরা লাগাতার বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের অভাব, অভিযোগ ও দুর্দশার কথা শুনেছেন। সেই অভাব অভিযোগের কথাই যায়গা পাবে নির্বাচনী ইস্তেহারে।”
এই মাসের ১২ সেপ্টেম্বর, কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সনিয়া গান্ধীর লোকসভা কেন্দ্র তথা দলের শক্তিশালী গড় হিসেবে পরিচিত রায়বরেলিতে আসেন সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী। দুদিনের সফরে প্রায় সমগ্র রায়বরেলি চষে ফেলেন প্রিয়াঙ্কা। বিভিন্ন মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করেন। সফর চলাকালীন রায়বরেলির দলীয় কর্মীদের সঙ্গে কথা বলেন এবং কর্মীদের মনোবল বাড়ানোর চেষ্টা করেন তিনি। কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, আগামী নির্বাচন অবধি প্রয়োজনে দিনে ২৪ ঘণ্টা কাজ করতে হবে। রাজনৈতিক মহলের মতে আগেভাগেই বিধানসভা নির্বাচন নিয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে কংগ্রেস, কারণ বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে উত্তর প্রদেশের বাকি বিরোধী রাজনৈতিক দলগুলির তুলনায় কংগ্রেসের ভীত অনেকটাই দুর্বল,তাই সর্বশক্তি দিয়ে নিজেদের রাজনৈতিক শক্তি বৃদ্ধি কংগ্রেসের প্রধান লক্ষ্য।
আরও পড়ুন Icore Chitfund Scam: আইকোর মামলায় এবার মানস ভুঁইয়াকে তলব সিবিআইয়ের