PM Narendra Modi: মোদী কি নোবেল শান্তি পুরস্কার পাবেন? উঠল বড় দাবি

Nov 13, 2024 | 8:30 AM

PM Narendra Modi: সংবাদসংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন ৮৮ বছরের জার্মান বিনিয়োগকারী মার্ক। তাঁর কথায়, "প্রধানমন্ত্রী মোদী একজন মহান নেতার পাশাপাশি একজন অসাধারণ ব্যক্তি।" আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী মোদী শান্তির মধ্যস্থতাকারী হতে পারেন বলে তিনি মন্তব্য করেন।

PM Narendra Modi: মোদী কি নোবেল শান্তি পুরস্কার পাবেন? উঠল বড় দাবি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Follow Us

নয়াদিল্লি: ২০১৪ সাল থেকে তিনি ভারতের প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্ব গুণের প্রশংসায় পঞ্চমুখ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা। বিশ্বের বিভিন্ন মঞ্চে তাঁর বাগ্মিতায় মুগ্ধ হন সকলে। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার দাবি জানালেন বিশ্বের অন্যতম বিনিয়োগকারী মার্ক মোবিয়াস। আন্তর্জাতিক মঞ্চে শান্তির সেতুবন্ধনে মধ্যস্থতাকারী হিসেবে প্রধানমন্ত্রী মোদী বড় ভূমিকা রাখতে পারেন বলে মনে করেন প্রবীণ এই বিনিয়োগকারী।

সংবাদসংস্থা আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে মোদীর প্রশংসায় পঞ্চমুখ হলেন ৮৮ বছরের জার্মান বিনিয়োগকারী মার্ক। তাঁর কথায়, “প্রধানমন্ত্রী মোদী একজন মহান নেতার পাশাপাশি একজন অসাধারণ ব্যক্তি।” আন্তর্জাতিক মঞ্চে প্রধানমন্ত্রী মোদী শান্তির মধ্যস্থতাকারী হতে পারেন বলে তিনি মন্তব্য করেন। কারণ, সব পক্ষের সঙ্গে আলোচনা চালাতে পারেন মোদী। তারপরই তিনি বলেন, নোবেল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য ভারতের প্রধানমন্ত্রী। তাঁর কথায়, আন্তর্জাতিক এই পুরস্কার পাওয়ার যোগ্য হিসেবে নিজেকে প্রমাণ করেছেন মোদী।

গত আড়াই বছরের বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ চলছে। আলোচনা ও কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের জন্য ভারত দুই দেশের কাছেই আবেদন করেছে। দুই দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেই বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ১৯৯২ সালে ভারত-ইউক্রেনের কূটনৈতিক বন্ধনের পর দেশের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে চলতি বছরের অগস্টে ইউক্রেন সফরে গিয়েছিলেন মোদী। রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ থামাতে ভারতের এই ভূমিকায় অভিভূত মার্ক।

Next Article