Khalistani: সম্পত্তি বাজেয়াপ্ত থেকে ওসিআই কার্ড বাতিল, খালিস্তানিদের ‘ভাতে মারতে’ সক্রিয় ভারত সরকার

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Sep 24, 2023 | 4:11 PM

NIA against Khalistanis: সূত্রের খবর, বিদেশে বসবাসকারী পলাতক খালিস্তানি সন্ত্রাসবাদীদের একটি তালিকা তৈরি করেছে এনআইএ। এই ১৯ জনেরও ভারতে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। একই সঙ্গে খালিস্তনি জঙ্গি নেতা ও সমর্থকদের 'ওসিআই কার্ড' (OCI card), অর্থাৎ বিদেশি ভারতীয় নাগরিকের পরিচয়পত্রও বাতিল করতে পারে ভারত সরকার।

Khalistani: সম্পত্তি বাজেয়াপ্ত থেকে ওসিআই কার্ড বাতিল, খালিস্তানিদের ভাতে মারতে সক্রিয় ভারত সরকার
কানাডার আকাশে খালিস্তান আন্দোলনের কালো ছায়া
Image Credit source: AP

Follow Us

নয়া দিল্লি: শনিবারই (২৩ সেপ্টেম্বর), খালিস্তানি সন্ত্রাসবাদী তথা নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন শিখস ফর জাস্টিসের প্রধান গুরপতবন্ত সিং পান্নুনের ভারতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ (NIA)। এবার, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, পাকিস্তান, দুবাই এবং অস্ট্রেলিয়ায় বসবাসকারী খালিস্তানি জঙ্গি এবং তাদের সমর্থকদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করতে চলেছে সরকার। সূত্রের খবর, বিদেশে বসবাসকারী পলাতক খালিস্তানি সন্ত্রাসবাদীদের একটি তালিকা তৈরি করেছে এনআইএ। এই ১৯ জনেরও ভারতে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করা হতে পারে। একই সঙ্গে খালিস্তনি জঙ্গি নেতা ও সমর্থকদের ‘ওসিআই কার্ড’ (OCI card), অর্থাৎ বিদেশি ভারতীয় নাগরিকের পরিচয়পত্রও বাতিল করতে পারে ভারত সরকার।

সূত্রের খবর, ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, পাকিস্তান, দুবাই, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশে আত্মগোপন করে ভারত বিরোধী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বিভিন্ন খালিস্তানি নেতারা। ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলি বেশ কয়েক বছর ধরে তাদের আটক করার চেষ্টা করছে। কিন্তু বিদেশি নাগরিক হওয়ায় বেশিরভাগ ক্ষেত্রেই তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাচ্ছে না। এবার, এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে ইউএপিএ-এর অধীনে ব্যবস্থা নেওয়া হবে বলে শোনা যাচ্ছে।

এই ১৯ জঙ্গির তালিকায় নাম রয়েছে, ব্রিটেনে লুকিয়ে থাকা পরমজিৎ সিং পামা, দুপিন্দর জিত, সুখপাল সিং, সর্বজিৎ সিং বেন্নুর, কুলবন্ত সিং ওরফে কান্তা, গুরপ্রীত সিং ওরফে বাঘি ও কুলবন্ত সিং মুথরা; পাকিস্তানের ওয়াধওয়া সিং বব্বর ওরফে চাচা, রঞ্জিত সিং নিতা, গুরমিত সিং ওরফে বাগ্গা ওরফে বাবা; মার্কিন যুক্তরাষ্ট্রের জয় ঢালিওয়াল, এস হিম্মত সিং, হরপ্রীত সিং ওরফে রানা সিং, হরজপ সিং ওরফে জপ্পি সিং, অমরদীপ সিং পুরেওয়াল; দুবাইয়ের জসমিৎ সিং হাকিমজাদা; অস্ট্রেলিয়ার গুরজন্ত সিং ধিলোঁ এবং কানাডার লখবীর সিং রোডে ও যতিন্দর সিং গ্রেওয়াল।

এর পাশাপাশি খালিস্তানি জঙ্গিদের ভাতে মারারও চেষ্টা করছে ভারত সরকার। বিদেশে থাকা খালিস্তানি জঙ্গি নেতাদের ভারত থেকে বিপুল অর্থ সাহায্য করা হয়। খালিস্তানি সমর্থকরা ভারতে এসে এই অর্থ নিয়ে যায় বিদেশে। ভারত বিরোধী কর্মকাণ্ডে ব্যবহার করা হয় এই অর্থ। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা বা অস্ট্রেলিয়া থেকে যাতে খালিস্তানপন্থীরা ভারতে এসে অর্থ সহায়তা সংগ্রহ করতে না পারে, সেই লক্ষ্যেই তাদের ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া বা ওসিআই কার্ড বাতিল করার কথা ভাবছে। ভারত সরকার এই পদক্ষেপ করলে, অর্থনৈতিক দিক থেকে খালিস্তান আন্দোলন জোর ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে।

শনিবার পঞ্জাবের চণ্ডীগঢ়ে গুরপতবন্ত সিং পান্নুনের বাড়ি বাজেয়াপ্ত করেছে এনআইএ। অমৃতসরে তার মালিকানাধীন একটি জমিও বাজেয়াপ্ত করা হয়েছে। পঞ্জাবে পান্নুনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের তিন-তিনটি মামলা রয়েছে। সব মিলিয়ে ২২টি ফৌজদারি মামলা রয়েছে তার বিরুদ্ধে। সম্প্রতি, খালিস্তানি জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বদলে, খালিস্তানি জঙ্গি নেতা হরপ্রীত সিং নিজ্জরের হত্যার জন্য ঘুরিয়ে ভারতকেই দায়ী করেছে কানাডা সরকার। তারপর থেকে ক্রমে ভারত-কানাডা কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটছে। এর মধ্যে, কানাডায় বসবাসকারী হিন্দুদের সেই দেশ ছেড়ে ভারতে ফিরে যাওয়ার হুমকি দিয়েছে গুরপতবন্ত সিং পান্নুন। বিদেশের মাটিতে খালিস্তানি আন্দোলনের উপর, ভারত সরকারের এই দুই পদক্ষেপের কী প্রভাব পড়ে, এখন সেটাই দেখার।

Next Article