Manipur Unrest: গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর হুমকি, অশান্ত মণিপুরে নতুন করে উত্তেজনা

Manipur: শনিবার রাতে নিরাপত্তা বাহিনী কনন সিং নামে এক মেতেই নেতাকে গ্রেফতারের পরই ইম্ফলে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখায়। গুলির শব্দ শোনা গিয়েছে বলেও দাবি স্থানীয় বাসিন্দাদের।

Manipur Unrest: গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগানোর হুমকি, অশান্ত মণিপুরে নতুন করে উত্তেজনা
মণিপুরে নতুন করে অশান্তি।Image Credit source: X

|

Jun 08, 2025 | 12:04 PM

ইম্ফল: ফের উত্তপ্ত মণিপুর। নতুন করে অশান্তি উত্তর-পূর্বের রাজ্যে। মেতেই জনগোষ্ঠীর এক নেতাকে গ্রেফতারি ঘিরে ছড়াল উত্তেজনা। প্রতিবাদে যুবকরা রাস্তায় নেমে নিজেদের গায়ে পেট্রোল ঢেলে দিলেন। হুমকি দিলেন গায়ে আগুন লাগানোর।

শনিবার রাতে নিরাপত্তা বাহিনী কনন সিং নামে এক মেতেই নেতাকে গ্রেফতারের পরই ইম্ফলে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভকারীরা রাস্তা অবরোধ করে, টায়ার জ্বালিয়ে প্রতিবাদ দেখায়। গুলির শব্দ শোনা গিয়েছে বলেও দাবি স্থানীয় বাসিন্দাদের।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কয়েকজন যুবক নিজেদের গায়ে পেট্রোল ঢেলে দিচ্ছেন। তাদের বলতে শোনা যায়, “আমরা অস্ত্র-শস্ত্রও ফিরিয়ে দিয়েছি। বন্যার সময়ও যা কিছু করার ছিল, করেছি। এখন আমাদের গ্রেফতার করা হচ্ছে। আমরা নিজেদেরই মেরে ফেলব।”

প্রসঙ্গত, কনন সিংকে কুকি-মেতেই সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে মণিপুরের মোইরাংথামের অতিরিক্ত পুলিশ সুপারের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া এবং পুলিশ অফিসারদের অপহরণের পিছনেও কননের হাত ছিল বলেই অভিযোগ।

পরিস্থিতি সামাল দিতে বিষ্ণুপুর, ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, থৌবাল ও কাকচিংয়ে ৫ দিনের জন্য ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্য়দিকে মণিপুরের মোরেহ-তেও নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। ২০২৩ সালের অক্টোবরে এক পুলিশ অফিসারকে খুনের অভিযোগে কুকি জনগোষ্ঠীর এক নেতাকে গ্রেফতার করতেই তারাও বিক্ষোভে পথে নেমেছে।