
পুণে: বাসের মধ্যে যুবতীকে ধর্ষণ করেই দিয়েছিল গা ঢাকা। চিরুণী তল্লাশি চলছিল রাজ্যজুড়ে। অবশেষে ধরা পড়ল পুণের ধর্ষণকাণ্ডের অভিযুক্ত। তল্লাশি অভিযানের ৭৫ ঘণ্টা পর অভিযুক্তকে শ্রীরুর তহশিল থেকে গ্রেফতার করা হল। জানা গিয়েছে, অভিযুক্ত পুলিশ সেজে ঘুরে বেড়াত। সেই কারণেই ঘটনার দিন যুবতী তাঁর কথায় বিশ্বাস করেছিল।
মঙ্গলবার ভোরে মহারাষ্ট্রের অন্যতম বড় সরকারি বাস স্ট্যান্ড, পুণের স্বর্গতে বাস স্ট্যান্ডে এক যুবতীকে বাসের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনাস্থল থেকে থানার দূরত্ব মাত্র ১০০ মিটার ছিল। পুলিশের নাকের ডগাতেই এত বড় অপরাধ ঘটায়, রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়।
নির্যাতিতার বয়ান অনুযায়ী, ভোরবেলায় সে তাঁর গ্রামের বাড়ি সাতারায় যাওয়ার জন্য বাস স্ট্যান্ডে এসেছিল। সেই সময় অভিযুক্ত নিজেই এসে কথা বলে। তাঁকে দিদি বলে সম্মোধন করে। কোন বাসে যাবে জানতে চাইলে, যুবতী বাসের নাম বলতেই, অভিযুক্ত তাঁকে বলে বাসটি ইতিমধ্যেই এসে গিয়েছে, অন্যদিকে দাঁড়িয়ে রয়েছে। অভিযুক্ত নিজেই একটি বাস দেখিয়ে দেয়। বাসের লাইট নেভানো থাকায়, যুবতী বাসে উঠতে ইতস্তত বোধ করছিল। অভিযুক্ত তাঁকে মিথ্য়া বলে আশ্বাস দেয় যে বাসে যাত্রীরা ঘুমাচ্ছে।
বাসে উঠতেই যুবতীর উপরে ঝাঁপিয়ে পড়ে অভিযুক্ত। দরজা বন্ধ করে বাসের মধ্যেই একাধিকবার তাঁকে ধর্ষণ করে।ঘটনার পর থেকেই পলাতক ছিল অভিযুক্ত। তাঁকে ধরতে ১৩টি পুলিশের টিম মাঠে নেমেছিল। ১ লক্ষ টাকার পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। গতকাল আখের ক্ষেতেও ড্রোন ওড়ায় পুলিশ। রাতে শ্রীরুর তহশিল থেকে তাঁকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত দীর্ঘ কয়েক মাস ধরে পুলিশ সেজে ঘুরে বেড়াচ্ছিল। তাঁর বিরুদ্ধে চুরি, ডাকাতি ও চেইন ছিনতাইয়ের একাধিক অভিযোগ রয়েছে। ২০১৯ সালে জামিনে জেল থেকে মুক্তি পায় অভিযুক্ত।