অমৃতসরেই কেন নামছে বিমান? দ্বিতীয় মার্কিন বিমান আসতেই গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মান

ঈপ্সা চ্যাটার্জী |

Feb 15, 2025 | 8:27 AM

Illegal Immigrants: মান বলেন, "১১৯ জন অবৈধভাবে বসবাসকারীকে ভারতে ফেরত পাঠানো হচ্ছে। এদের মধ্যে ৬৭ জন পঞ্জাবের। সেই কারণেই কি বিমান পঞ্জাবে অবতরণ করবে? এটাই যুক্তি হলে প্রথম বিমান কেন আহমেদাবাদে ল্যান্ড করল না? ওরা (কেন্দ্র) পঞ্জাবের সম্মানহানি করতে চাইছে।"

অমৃতসরেই কেন নামছে বিমান? দ্বিতীয় মার্কিন বিমান আসতেই গর্জে উঠলেন মুখ্যমন্ত্রী মান
কেন্দ্রের বিরুদ্ধে তোপ ভগবন্ত মানের।
Image Credit source: PTI

Follow Us

অমৃতসর: আমেরিকা থেকে ফেরত পাঠানো হচ্ছে আরও ভারতীয়দের। দ্বিতীয় দফায় ১১৯ জন ভারতীয়, যারা অবৈধভাবে আমেরিকায় বসবাস করছিলেন, তাদের ফেরত পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন। কেন্দ্রীয় সরকারও প্রস্তুত এদের গ্রহণ করতে। কিন্তু গণ্ডগোল বেঁধেছে অন্য জায়গায়। কেন বিমানগুলিকে পঞ্জাবের অমৃতসরেই অবতরণ করানো হচ্ছে, এই নিয়ে প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। পঞ্জাবের সম্মানহানির চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার, এমনটাই মারাত্মক অভিযোগ তুললেন তিনি।

প্রথম দফায় আমেরিকা থেকে ১০৪ জন ভারতীয়কে ফেরত পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। পঞ্জাব, হরিয়ানা সহ বিভিন্ন রাজ্যের বাসিন্দা ছিল ওই তালিকায়। সেই বিমান অবতরণ করেছিল অমৃতসরে। এক সপ্তাহ পরে, আজ ১৫ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় ১১৯ জন বেআইনিভাবে বসবাসকারী ভারতীয়দের নিয়ে আসছে আরেকটি মার্কিন বিমান। এবারও বিমান দিল্লিতে নয়, অবতরণ করবে পঞ্জাবেই। আর এখানেই আপত্তি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর।

শুক্রবার পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান সাংবাদিক বৈঠক করে বলেন, “বিজেপি শাসিত কেন্দ্র সবসময় পঞ্জাবের সঙ্গে বঞ্চনা করে। একটা সুযোগও ছাড়ে না পঞ্জাবের সম্মানহানি করতে।”

মান বলেন, “১১৯ জন অবৈধভাবে বসবাসকারীকে ভারতে ফেরত পাঠানো হচ্ছে। এদের মধ্যে ৬৭ জন পঞ্জাবের। সেই কারণেই কি বিমান পঞ্জাবে অবতরণ করবে? এটাই যুক্তি হলে প্রথম বিমান কেন আহমেদাবাদে ল্যান্ড করল না? ওরা (কেন্দ্র) পঞ্জাবের সম্মানহানি করতে চাইছে। বিজেপি সবসময় পঞ্জাবী ও পঞ্জাবকে অপমান করার চেষ্টা করে।”

এবারের যে বিমানটি আসছে, তাতে মোট ১১৯ জন ভারতীয়কে ফেরত পাঠানো হচ্ছে। এর মধ্যে ৬৭ জন পঞ্জাবের, হরিয়ানার ৩৩ জন, গুজরাটের ৮ জন, উত্তর প্রদেশের ৩ জন, গোয়ার ২ জন, মহারাষ্ট্র ও রাজস্থানের ২ জন এবং হিমাচল প্রদেশ ও জম্মু-কাশ্মীরের ১ জন করে বাসিন্দা রয়েছে।