
চণ্ডীগঢ়: সদ্য কর্নাটক বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। এই দক্ষিণী রাজ্যে জয় পেয়েছে কংগ্রেস। গত কয়েক বছর ধরেই দেশের বিভিন্ন রাজ্যে জমি হারাচ্ছিল কংগ্রেস। এই আবহে কর্নাটকের নির্বাচনী ফলাফল কংগ্রেসকে কিছুটা অক্সিজেন দিল। এদিকে কংগ্রেসের এই ফলাফলের মাঝেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বিরুদ্ধে দায়ের হল মানহানির মামলা। কংগ্রেসের ইস্তেহারে বজরং দল নিয়ে মানহানিকর মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন সাংরুরের এক ব্যক্তি। এই মর্মে এক স্থানীয় আদালতে খাড়্গের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এই মামলায় তাঁকে ১০ জুলাই হাজিরা দিতেও বলা হয়েছে।
কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে উল্লেখ করা হয়েছিল, পিএফআই-র মতো যেসব সংগঠন দেশ জুড়ে ঘৃণা ও হিংসা ছড়াবে তাদের ক্ষমতায় এসে নিষিদ্ধ করা হবে। ইস্তেহারে বজরং দলকে নিষিদ্ধ করার কথাও উল্লেখ করা হয়। আর পিএফআই-র সঙ্গে বজরং দলের এই তুলনা ভাল চোখে নেননি হিন্দু সুরক্ষা পরিষদ বজরং দল হিন্দের প্রতিষ্ঠাতা হিতেশ ভরদ্বাজ। এই কর্নাটক নির্বাচনের সময় বজরং দলের বিরুদ্ধে মানহানিকর মন্তব্য করার জন্য কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়্গের বিরুদ্ধে স্থানীয় আদালতে ১০০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন। এই মামলাতেই ১২ জুলাই হাজিরার নির্দেশ দিয়েছেন সাংরুরের স্থানীয় আদালতের বিচারক রমনদীপ কউর।
Sangrur court, in Punjab, summons Congress chief Mallikarjun Kharge in a Rs 100 crores defamation case filed by Hitesh Bhardwaj, the founder of Hindu Suraksha Parishad, against Kharge for "making defamatory remarks against Bajrang Dal" during the recently concluded Karnataka… pic.twitter.com/Lc96RgEtp9
— ANI (@ANI) May 15, 2023
হিতেশ দাবি করেছেন,কংগ্রেস বজরং দলকে দেশবিরোধী সংগঠনের সঙ্গে তুলনা করেছে এবং কর্নাটকে ক্ষমতায় আসার পরে বজরং দলকে নিষিদ্ধ করার প্রতিশ্রুতিও দিয়েছে। ভরদ্বাজ বলেন,”ইস্তেহারের ১০ নম্বর পৃষ্ঠায় কংগ্রেস বজরং দলকে দেশবিরোধী সংগঠনের সঙ্গে তুলনা করেছে এবং নির্বাচনে জিতলে তা নিষিদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে।”