
চণ্ডীগঢ়: বিএসএফের এক্তিয়ার বাড়ানোর যে সিদ্ধান্ত কেন্দ্র নিয়েছে, এবার তার বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে পঞ্জাব সরকার। উল্লেখ্য, পঞ্জাব, পশ্চিমবঙ্গ এবং অসমের আন্তর্জাতিক সীমান্ত বরাবর বিএসএফের এক্তিয়ার ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। পশ্চিমবঙ্গ সরকার আগেই এই সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছিল। এবার পঞ্জাবের কংগ্রেস সরকার সীমান্তরক্ষী বাহিনীর এই এক্তিয়ার বাড়ানোর সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে চলেছে।
শুক্রবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের কাছে এই সংক্রান্ত মামলা জমা পড়ে। তিনি ইতিমধ্যেই অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে কেন্দ্রের কাছে এই সংক্রান্ত নোটিস পাঠিয়েছেন।
যেদিন কেন্দ্রের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল, সেদিন থেকে এই এক্তিয়ার বাড়ানোর সিদ্ধান্তের প্রতিবাদ করে আসছে পঞ্জাব ও পশ্চিমবঙ্গ সরকার। বাংলায় সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির বিরোধিতায় বিল পাস হয়েছে। এক্তিয়ার বাড়ানোর প্রতিবাদে বিল পাস করেছে পঞ্জাব সরকারও। তখন থেকেই কংগ্রেস সাংসদ মণীশ তিওয়ারি কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদে সুপ্রিম কোর্টে যাওয়ার পক্ষে সওয়াল করছিলেন। প্রায় এক মাস পরে কংগ্রেস সাংসদের দেখানো সেই পথেই হাঁটল পঞ্জাব সরকার।
I congratulate Punjab and it’s legal team to be the 1st to approach the Hon’ble Supreme Court by filing an original suit challenging the notification extending the BSF jurisdiction.
— Navjot Singh Sidhu (@sherryontopp) December 11, 2021
The fight to retain the principles embodied in the constitution i.e. to retain the federal structure and autonomy of the states has begun … Notice issued to the centre to respond.
— Navjot Singh Sidhu (@sherryontopp) December 11, 2021
চার সপ্তাহ পর সুপ্রিম কোর্টের বেঞ্চে উঠবে মামলাটি। পঞ্জাব সরকার এবং সরকারের আইনি প্রতিনিধি দলকে অভিনন্দন জানিয়ে পঞ্জাব কংগ্রেসের সভাপতি নভজ্যোৎ সিং সিধু টুইট করেছেন, “রাজ্যগুলির গণতান্ত্রিক পরিকাঠামো এবং স্বায়ত্তশাসন বজায় রাখার জন্য সংবিধানের মূল নীতিগুলি ধরে রাখার লড়াই শুরু হয়েছে।
এদিকে পশ্চিমবঙ্গেও বিএসএফের এক্তিয়ার বৃদ্ধিকে কেন্দ্র করে বিরোধ চলছে। বিএসএফের এক্তিয়ার বৃদ্ধির ইস্যুতে প্রথম থেকেই বিরোধিতা করে আসছে তৃণমূল। এমনকী এই প্রস্তাবের বিরোধিতা করে রাজ্য বিধানসভায় প্রস্তাব পাস করেছে রাজ্য সরকার। আর এই ইস্যুতে এ রাজ্যে কংগ্রেসকেও পাশে পাচ্ছে তৃণমূল নেতৃত্ব। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও এই বিষয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন। তিনি দাবি করেছেন, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই ধরনের নির্দেশের বিরোধিতা করেছিলেন। রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করার জন্যই এক্তিয়ার বাড়ানো হচ্ছে বলে মনে করেন অধীর চৌধুরী।