Punjab Government: ‘রাষ্ট্রপতির শাসন জারি করব’, চিঠি নিয়ে তুঙ্গে রাজ্য় বনাম রাজ্যপালের বিরোধ

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 26, 2023 | 10:41 AM

Government Vs Governor: রাজ্যপাল উল্লেখ করেন যে বিভিন্ন তদন্তকারী সংস্থার কাছ থেকে রিপোর্ট এসেছে রাজ্যে মাদক সেবন ও পাচারের বাড়বাড়ন্ত নিয়ে। এমনকী ওষুধের দোকান ও সরকারের অধীনস্থ মদের দোকানেও মাদক পাওয়া যাচ্ছে।

Punjab Government: রাষ্ট্রপতির শাসন জারি করব, চিঠি নিয়ে তুঙ্গে রাজ্য় বনাম রাজ্যপালের বিরোধ

Follow Us

চণ্ডীগঢ়: ফের রাজ্য বনাম রাজ্যপালের বিরোধ। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, দিল্লির পর এবার পঞ্জাবেও শুরু হল রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের বিবাদ। সরাসরি রাজ্যে রাষ্ট্রপতি শাসন জরি করার হুমকি দিলেন পঞ্জাবের রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত (Banwarilal Purohit)।রাজ্যপালের অভিযোগ, মুখ্যমন্ত্রী ভগবন্ত মান (Bhagwant Mann) সরকারি নির্দেশের কোনও জবাব দিচ্ছেন না। যদি রাজ্যপালের চিঠির জবাব না দেন, তবে রাজ্যে রাষ্ট্রপতি শাসন (President Rule) জারি করা হবে এবং মুখ্য়মন্ত্রীর বিরুদ্ধে অপরাধমূলক মামলা করবেন।

পঞ্জাবে আম আদমি পার্টির সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাজ্য বনাম রাজ্যপালের বিরোধ শুরু হয়েছিল। সম্প্রতিই তা চরমে ওঠে। পঞ্জাবের রাজ্যপাল বানওয়ারিলাল চিঠি লিখে মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের কাছে রাজ্যের ক্রমবর্ধমান মাদক পাচার চক্র ও তা প্রতিরোধে রাজ্য সরকার কী পদক্ষেপ করেছেন, সে সম্পর্কে জানতে চান।

ওই চিঠিতে রাজ্যপাল উল্লেখ করেন যে বিভিন্ন তদন্তকারী সংস্থার কাছ থেকে রিপোর্ট এসেছে রাজ্যে মাদক সেবন ও পাচারের বাড়বাড়ন্ত নিয়ে। এমনকী ওষুধের দোকান ও সরকারের অধীনস্থ মদের দোকানেও মাদক পাওয়া যাচ্ছে। রাজ্যে প্রতি পাঁচজনের মধ্যে একজন মাদকাসক্ত হয়ে পড়েছেন। এই বিষয়ে রাজ্য সরকার কী পদক্ষেপ করেছে, সেই বিষয়ে মুখ্য়মন্ত্রী মানের কাছে জানতে চান রাজ্যপাল। কিন্তু কোনও জবাবই দেননি মুখ্যমন্ত্রী।

এতেই বেজায় রেগে যান রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত। মুখ্যমন্ত্রীকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, যদি মুখ্যমন্ত্রী জবাব না দেন, তবে তিনি রাষ্ট্রপতির কাছে চিঠি লিখতে বাধ্য় হবেন। রাজ্যের সাংবিধানিক পরিকাঠামো ভেঙে পড়েছে, এই কথা জানিয়ে রাষ্ট্রপতির শাসন জারি করার আর্জি জানাবেন। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগেই মুখ্যমন্ত্রী যেন নিজের আচরণ ঠিক করেন, তা  নিয়ে সতর্ক করেন। সংবিধানের ৩৫৬ ধারার অধীনে রাষ্ট্রপতি শাসন জারি করার আবেদন জানাবেন।

এর জবাবে আপ নেতা মলবিন্দর সিং জানান, রাজ্যপালের উচিত শালীনতা বজায় রাখা। ভারতের সংবিধান নাগরিকদের অধিকার দিয়েছে সরকার ও জনপ্রতিনিধি নির্বাচন করার। রাজ্যপালের এই ধরনের হুমকি আসলে বিজেপিরই পরিকল্পনা, যা রাজ্যপালের মুখ দিয়ে বলানো হচ্ছে।

Next Article