Kumar Vishvas : কেজরীবালের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যের জের, প্রাক্তন আপ নেতার ঘরে হানা পঞ্জাব পুলিশের

TV9 Bangla Digital | Edited By: অঙ্কিতা পাল

Apr 20, 2022 | 4:34 PM

Kumar Vishvas : গত পঞ্জাব বিধানসভা নির্বাচনের সময় কেজরীবালের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে যোগ থাকার অভিযোগ করেছিলেন প্রাক্তন আপ নেতা কুমার বিশ্বাস। এইবার পঞ্জাব পুলিশ তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করল।

Kumar Vishvas : কেজরীবালের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্যের জের, প্রাক্তন আপ নেতার ঘরে হানা পঞ্জাব পুলিশের
ফাইল ছবি

Follow Us

চণ্ডীগড় : আম আদমি পার্টি (AAP) প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালের সম্বন্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। এক সময় আপের এক সক্রিয় নেতাও ছিলেন। এবার প্রাক্তন আপ নেতা কুমার বিশ্বাসের বাড়িতে হানা দিল পঞ্জাব পুলিশ। তাঁর নামে মামলাও দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। পঞ্জাব বিধানসভা নির্বাচনের আগে কুমার বিশ্বাস কেজরীবালের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন যে, আপ প্রধানের সঙ্গে পঞ্জাবের বিচ্ছিন্নতাবাদীদের যোগ রয়েছে।

নাম না করে প্রাক্তন আপ নেতা অভিযোগ করেছিলেন যে, অরবিন্দ কেজরীবাল খালিস্তানদের তৈরি স্বাধীন দেশের প্রধানমন্ত্রী হতে চান। কেজরীবালের সঙ্গে বিচ্ছিন্নতাবাদীদের যোগের অভিযোগ তুলেছিলেন কুমার। এবং বিচ্ছিন্নতাবাদীদের প্রতি সহানুভূতিশীল ব্যক্তিরাও বৈঠকের জন্য তাঁর বাড়িতে উপস্থিত হয় বলে অভিযোগ করেছিলেন কুমার। এমনকি পঞ্জাব বিধানসভা নির্বাচনের সময়ও এই অভিযোগকে হাতিয়ার করেছিল বিরোধীরা। কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কণ্ঠে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে অরবিন্দের যোগ থাকার অভিযোগ শোনা গিয়েছিল।

বুধবার সকালে কুমার বিশ্বাসের বাড়িতে যায়। তাঁকে তদন্তের জন্য সাহায্য় করার আর্জি জানানো হয়েছে। পঞ্জাব পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতেই এই মামলা দায়ের করা হয়েছে। কুমার বিশ্বাসের বিরুদ্ধে থানায় এফআইআর ও দায়ের করা হয়েছে। অভিযোগকারী জানিয়েছেন যে, তিনি পঞ্জাব বিধানসভা নির্বাচনের সময় আপ সমর্থকদের সঙ্গে এক গ্রামে প্রচার করতে গিয়েছিলেন। সেই সময় কিছু মাস্ক পরিহিত ব্যক্তি তাঁদের বাধা দেয় এবং তাঁদের খালিস্তানি বলে দাগিয়ে দেয়। তারপর এরকম ঘটনা ঘটতেই থাকত। কুমার বিশ্বাস আপ প্রধান অরবিন্দ কেজরীবাল সম্বন্ধে বিস্ফোরক মন্তব্য করার পর থেকেই এরকম ঘটনা ঘটতেই থাকছে বলে অভিযোগকারী জানিয়েছেন। এই অভিযোগের ভিত্তিতেই কুমার বিশ্বাসকে নোটিস পাঠিয়েছে পঞ্জাব পুলিশ। এবং আত্মপক্ষ সমর্থনের জন্য প্রমাণ পেশ করতে বলা হয়েছে। অন্যদিকে, বিরোধীরা পঞ্জাব পুলিশের এই পদক্ষেপে আপকে আক্রমণ করেছে। পঞ্জাব সরকারকে আক্রমণ করেছে বিরোধী শিবির অভিযোগ করেছে যে, নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে পুলিশের অপব্যবহার করছে আপ। কুমারের বাড়ি পুলিশ যাওয়ার পরেই কংগ্রেস নেতা আলকা লাম্বা টুইট করে দাবি করেছেন যে, পঞ্জাব পুলিশ তাঁর ঘরেও পৌঁছে গিয়েছে।

আরও পড়ুন : The Delhi Files : কাশ্মীর ফাইলসের পর বিবেকের ‘দিল্লি ফাইলস’ নিয়ে বাড়ছে বিতর্ক, ছবির প্লট নিয়ে কড়া নিন্দা শিখ সংগঠনের

Next Article