
নয়া দিল্লি: পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগে গ্রেফতার হয়েছে ভারতীয় ইউটিউবার জ্যোতি মালহোত্রা। তবে একা জ্যোতি নয়, ভারতের গোপন তথ্য পাচার করছিল আরও কয়েকজন! এবার গোয়েন্দাদের র্যাডারে আরও এক মহিলা ইউটিউবার।
জানা গিয়েছে, পুরীর ইউটিউবার প্রিয়ঙ্কা সেনাপতিকে জেরা করা হচ্ছে। ওড়িশা পুলিশ ও গোয়েন্দা বিভাগের সন্দেহ, জ্যোতির মতো প্রিয়ঙ্কাও ভারতের তথ্য পাকিস্তানে পাঠাচ্ছিল। হরিয়ানার ইউটিউবার জ্যোতি মালহোত্রার সঙ্গেও তাঁর পরিচয় ছিল। এমনকী দু’জনে সম্প্রতিই কর্তারপুর সাহিব করিডর দিয়ে পাকিস্তানেও গিয়েছিল। কাশ্মীরেও একসঙ্গে দেখা গিয়েছে তাঁদের।
গোয়েন্দা সূত্রে খবর, জ্য়োতি ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে পুরীতে গিয়েছিল। সেখানেই তাঁর সঙ্গে পরিচয় হয় প্রিয়ঙ্কা সেনাপতি নামক ওই কন্টেন্ট ক্রিয়েটরের। ওই সময়ে পুরীর জগন্নাথ মন্দির থেকে শুরু করে পুরীর বিভিন্ন সরকারি দফতর ও প্রকল্পের ছবি তোলে। গোয়েন্দারা মনে করছেন, এই ছবিগুলি হয়তো কোনও ডিজিটাল টুলের মাধ্যমে পাকিস্তানে পাঠানো হয়েছে। তবে কি জঙ্গিদের পরবর্তী নিশানা ছিল পুরী? এই প্রশ্নই জেগেছে গোয়েন্দাদের মনে।
গোয়েন্দা আধিকারিকরা ইতিমধ্যেই প্রিয়ঙ্কা সেনাপতি নামক ওই ইউটিউবারকে জেরা করছে। জ্যোতির সঙ্গে তার সরাসরি বা পরোক্ষ কোনও যোগাযোগ ছিল কি না, তা খতিয়ে জেখা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কী কথা হয়েছে, তাও চ্যাট থেকে বের করা হচ্ছে।
যদিও ইউটিউবার বিবৃতি দিয়ে দাবি করেছেন, জ্যোতি তাঁর বন্ধু। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই তাদের পরিচয় হয়। জ্যোতি কী করতেন ভিডিয়ো বানানোর আড়ালে, সে বিষয়ে কিছু জানতেন না। তদন্তে সবরকমের সহযোগিতা করতে রাজি তিনি।