Puri Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের ক্ষেত্রে জারি হল নয়া বিধি

Puri: পুরীর জগন্নাথ মন্দির চত্বরে তামাক-জাতীয় নেশার দ্রব্যের উপর নিষেধাজ্ঞা আগেই জারি করেছিল মন্দির কর্তৃপক্ষ। সেই নিষেধাজ্ঞা পালিত হচ্ছে কিনা সে ব্যাপারে কড়া নজরদারিও শুরু করেছিল মন্দির কর্তৃপক্ষ। এমনকি প্ল্যাস্টিক ব্যাগ বা ফুল নিয়ে মন্দির চত্বরে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

Puri Jagannath Temple: পুরীর জগন্নাথ মন্দিরে প্রবেশের ক্ষেত্রে জারি হল নয়া বিধি
পুরীর জগন্নাথ মন্দির।

| Edited By: Sukla Bhattacharjee

Nov 17, 2023 | 3:52 PM

পুরী: মন্দিরের পবিত্রতা রক্ষা করা সকলের কর্তব্য। পুরীর (Puri) জগন্নাথ মন্দিরের পবিত্রতা ও পরিচ্ছন্নতা রক্ষা করতে ভক্ত থেকে সেবায়েতদের জন্য এবার জারি হল নয়া নির্দেশিকা। পুরীর জগন্নাথ মন্দিরে (Jagannath Temple) আর পান বা গুটখা খাওয়া চলবে না। ইতিমধ্যে এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ (SJTA)। ভক্তদের পাশাপাশি সেবায়েতদেরও এই নির্দেশিকা মানতে হবে বলে নির্দেশিকায় উল্লেখ রয়েছে। এছাড়া প্লাস্টিক ব্যাগ ও ফুল নিয়ে মন্দিরে প্রবেশের উপরেও নিষেধাজ্ঞা জারি হয়েছে।

যদিও পুরীর জগন্নাথ মন্দিরে বিগ্রহকে দফায়-দফায় পান সেজে দেওয়ার রীতি রয়েছে। সেবায়েতদেরও অনেককেই সারাক্ষণ পান বা গুটখা চিবোতে দেখা যায়। কিন্তু, বিগ্রহের সামনে এভাবে পান বা গুটখা চিবোনো ঠিক নয় বলে মনে করছে মন্দির কর্তৃপক্ষ। মন্দির প্রশাসনের এক আধিকারিক জানান, বিগ্রহের সামনে পান বা গুটখা চিবোনোয় মন্দিরের পবিত্রতা নষ্ট হয়। এছাড়া মন্দির চত্বরও নোংরা হতে পারে। তাই এবার ভক্ত-সহ সেবায়েত, কর্মী- সকলের জন্যই জগন্নাথ মন্দির চত্বরে পান ও গুটখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হল। জগন্নাথ মন্দিরের মুখ্য প্রশাসক রঞ্জন কুমার দাস বলেন, “মন্দির চত্বরে কেউ পান বা গুটখা খাবেন না। এটা আমার আদেশ মনে করা উচিত নয়, ঈশ্বরের আদেশ হিসাবে স্বীকার করা উচিত।” নির্দেশিকাটি চলতি সপ্তাহে জারি হলেও অফিসিয়ালি নতুন বছর থেকে কার্যকর হবে। অর্থাৎ আগামী ১ জানুয়ারি, ২০২৪ থেকেই এই নির্দেশিকা কার্যকর হবে।

প্রসঙ্গত, এর আগে পুরীর জগন্নাথ মন্দির চত্বরে তামাক-জাতীয় নেশার দ্রব্যের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল মন্দির কর্তৃপক্ষ। সেই নিষেধাজ্ঞা পালিত হচ্ছে কিনা সে ব্যাপারে কড়া নজরদারিও শুরু করেছিল মন্দির কর্তৃপক্ষ। এমনকি প্ল্যাস্টিক ব্যাগ বা ফুল নিয়ে মন্দির চত্বরে প্রবেশেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ বিগ্রহকে নিবেদনের জন্যও ফুল নিয়ে মন্দিরে প্রবেশ করতে পারবেন না ভক্তরা। আবার জগন্নাথ মন্দির চত্বরে প্রবেশের ক্ষেত্রে পোশাক নিয়েও বিশেষ বিধি জারি করা হয়েছে। সেটিও নতুন বছর থেকে কার্যকর করা হবে। মন্দিরের পরিচ্ছন্নতা ও পবিত্রতা রক্ষা করতেই এই বিশেষ পদক্ষেপ বলে SJTA (শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন)-র তরফে জানানো হয়েছে।