
পুরীর জগন্নাথ মন্দিরে বোমাতঙ্ক। একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পুরীর জগন্নাথ মন্দির, একটি শপিং মল ও এক বিজেডি নেতাকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি পোস্ট করা হয়। ঘটনায় ইতিমধ্যেই ১ সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় এক মহিলার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয় এই হুমকি। পুরীর জগন্নাথ মন্দিরের পাশাপাশি একটি শপিংমল ও এক বিজেডি নেতাকেও বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এই হুমকি সামনে আসার পরই পুরীর মন্দিরে মোতায়েন করা হয়েছে প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষী। পাশাপাশি আটক করা হয়েছে ১ মহিলাকে। আর এ মহিলার অ্যাকাউন্ট থেকে এই হুমকি পোস্ট করা হয়েছিল, সেই মহিলাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। খুব স্বাভাবিক ভাবেই এই ঘটনা সামনে আসার পর থেকেই এই মন্দিরের চারদিকে বাড়ছে নিরাপত্তা রক্ষীর সংখ্যা। উল্লেখ্য, পুরীর মন্দির প্রায় ৮০০ বছরের পুরনো।
তবে এই হুমকির মাধ্যমে শুধুমাত্র পুরীর মন্দিরকে টার্গেট করা হয়নি। বিজেডির রাজ্য সভার সাংসদ শুভাশিস কুন্টিয়া ও পুরীর একটি শপিং কমপ্লেক্সকেও টার্গেট করার কথা বলা হয়েছে এই পোস্টে। ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া স্বরূপ বেড়েছে নিরাপত্তা। এ ছাড়াও ঘটনার তদন্ত শুরু করেছে পুরীর পুলিশ।