Rahul Gandhi: ‘এটা তখনই করা উচিত ছিল’, মহিলা সংরক্ষণ বিলে ওবিসি কোটা নিয়ে ‘অনুতপ্ত’ রাহুল

Rahul Gandhi: ২০১০ সালে ইউপিএ সরকারের জমানাতেই মহিলা সংরক্ষণ বিল সংসদে পেশ করা হয়। কিন্তু, তখন এই বিলে ওবিসিদের জন্য সংরক্ষণ ছিল না। আরজেডি ও এসপি ওবিসিদের জন্য পৃথক সংরক্ষণের দাবি তুলে বিলটি লোকসভায় পাশ হতে দেয়নি। সেই দাবি মানা উচিত ছিল বলে মনে করেন রাহুল গান্ধী।

Rahul Gandhi: এটা তখনই করা উচিত ছিল, মহিলা সংরক্ষণ বিলে ওবিসি কোটা নিয়ে অনুতপ্ত রাহুল
রাহুল গান্ধী।Image Credit source: PTI

| Edited By: Sukla Bhattacharjee

Sep 22, 2023 | 7:38 PM

নয়া দিল্লি: কংগ্রেসও ওবিসি থেকে মহিলা সংরক্ষণের দাবিকে সমর্থন জানিয়েছিল। কিন্তু মহিলা সংরক্ষণ বিলে OBC-দের জন্য আলাদা সংরক্ষণ রাখেনি। ফলে কংগ্রেস যখন ক্ষমতায় ছিল, তখন মহিলা সংরক্ষণ বিল (Women’s reservation bill) পাশ করাতে পারেনি। এব্যাপারে কংগ্রেস ‘১০০ শতাংশ অনুতপ্ত’। শুক্রবার সাংবাদিক বৈঠক থেকে অকপটে এমনই মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)।

আগামী বছর লোকসভা নির্বাচন। তার আগে সংসদের বিশেষ অধিবেশনে লোকসভা ও রাজ্যসভায় পাশ হয়েছে মহিলা সংরক্ষণ বিলটি। এই বিলে ওবিসিদের জন্য সংরক্ষণ করা হয়েছে। এপ্রসঙ্গে এদিন সাংবাদিক বৈঠক করে রাহুল গান্ধী বলেন, “১০০ শতাংশ আফসোস আছে। এটা তখনই করা উচিত ছিল এবং এবার আমরা সেটা করব।”

প্রসঙ্গত, ২০১০ সালে ইউপিএ সরকারের জমানাতেই মহিলা সংরক্ষণ বিল সংসদে পেশ করা হয়। কিন্তু, তখন এই বিলে ওবিসিদের জন্য পৃথক সংরক্ষণ ছিল না। ফলে সেই সময় আরজেডি এবং এসপি ওবিসিদের জন্য পৃথক সংরক্ষণের দাবি তুলে বিলটি লোকসভায় পাশ হতে দেয়নি। কিন্তু, তখন তাদের দাবি মেনে ওবিসিদের জন্য সংরক্ষণ বিলে রাখা উচিত ছিল এবং বিলটি পাশ করানো উচিত ছিল বলে মনে করছেন রাহুল গান্ধী।

বর্তমানে মহিলা সংরক্ষণ বিল সংসদে পাশ হলেও এখনই কার্যকর হচ্ছে না। সেটি কার্যকর করতে ৬ বছর সময় লাগবে বলে জানিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। এই বিষয়ে কেন্দ্রকে তোপ দেগেছেন রাহুল গান্ধী। এদিন সাংবাদিক সম্মেলন থেকে কটাক্ষের সুরে তিনি বলেন, “মহিলা সংরক্ষণ বিল খুব ভাল। কিন্তু, আমরা দুটি নোট পেয়েছি। সেগুলি হল- আদমসুমারি এবং সীমাবদ্ধতা। এর জন্য কয়েক বছর সময় লাগবে। কিন্তু, সত্যি হল এটাই যে, সংরক্ষণ আজই কার্যকর হতে পারে।” রাহুলের কথায়, “বিলটি কার্যকর করা কোনও জটিল বিষয় নয়। কিন্তু, সরকার করতে চায় না। সরকার আগে দেশবাসীর কাছে এটা তুলে ধরেছে। কিন্তু, আজ থেকে ১০ বছর পর কার্যকর করবে। কেউ জানে না যে আদৌ এটা কার্যকর হবে কি না। এটা জনগণকে বিমুখ করার কৌশল।” জাতিভিত্তিক গণনা থেকে নজর এড়াতেই সরকার এই বিল এনেছে বলে দাবি কংগ্রেস সাংসদের। এপ্রসঙ্গে বর্তমানে সরকারে সচিব পর্যায়ের ৯০ জন আধিকারিকের মধ্যে মাত্র ৩ জন ওবিসি সম্প্রদায়ভুক্ত এবং ওবিসিদের জন্য বাজেটের মাত্র ৫ শতাংশ বরাদ্দ করা হয় বলেও অভিযোগ তুলেছেন রাহুল গান্ধী।