Rahul Gandhi: ‘কর্নাটক থেকে শিখেছি বিজেপিকে হারানোর ফর্মুলা’, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী রাহুল

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Sep 24, 2023 | 5:08 PM

Rahul Gandhi confident of winning in upcoming elections: ওয়ানাড়ের সাংসদের দাবি, কর্নাটক নির্বাচন থেকেই কংগ্রেস দল জয়ের ফর্মুলা পেয়ে গিয়েছে। বিজেপিকে কীভাবে হারানো যাবে, তার শিক্ষা পেয়েছে। সেই শিক্ষাকে কাজে লাগিয়েই আসন্ন বিধানসভা নির্বাচনগুলিতে বাজিমাৎ করতে চলেছে কংগ্রেস।

Rahul Gandhi: কর্নাটক থেকে শিখেছি বিজেপিকে হারানোর ফর্মুলা, জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী রাহুল
নয়া দিল্লির অনুষ্ঠানে রাহুল গান্ধী
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: একমাত্র তেলঙ্গানা নিয়েই কিছুটা হলেও সংশয় রয়েছে। কিন্তু, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং রাজস্থানের বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়ের বিষয়ে চূড়ান্ত আত্মবিশ্বাসী রাহুল গান্ধী। অন্তত রবিবার (২৪ সেপ্টেম্বর), নয়া দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে এমনই দাবি করেছেন রাহুল গান্ধী। তাঁর এই আত্মবিশ্বাসের কারণ কী? ওয়ানাড়ের সাংসদের দাবি, কর্নাটক নির্বাচন থেকেই কংগ্রেস দল জয়ের ফর্মুলা পেয়ে গিয়েছে। বিজেপিকে কীভাবে হারানো যাবে, তার শিক্ষা পেয়েছে। সেই শিক্ষাকে কাজে লাগিয়েই আসন্ন বিধানসভা নির্বাচনগুলিতে বাজিমাৎ করতে চলেছে কংগ্রেস, এমনটাই দাবি রাহুল গান্ধীর।

এদিন রাহুল বলেছেন, “আমরা কোনও রাজ্যেই জিতব না, এটা হওয়ার কোনও উপায়ই নেই। আমি এখনই বলতে পারি, তেলঙ্গানাতে সম্ভবত আমরা জিতছি। মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ় এবং রাজস্থানে আমরা তো জিতবই। জয়ের খুব কাছাকাছি আছি আমরা। আমি মনে করি আমরা জিতবই।” প্রসঙ্গত, এই চার রাজ্যেই চলতি বছরের শেষে ভোট হওয়ার কথা। চার রাজ্যের মধ্যে ছত্তীসগঢ় এবং রাজস্থানে কংগ্রেসেরই সরকার আছে। মধ্য প্রদেশেও, গতবার নির্বাচনের পর প্রথমে কংগ্রেসই সরকার গঠন করেছিল। তবে পরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়া-সহ বেশ কয়েকজন কংগ্রেস বিধায়ক শিবির বদল করে বিজেপিতে যোগ দেওয়ার পর, শিবরাজ সিং পাতিল সরকার গঠন করেছিলেন। তবে, আসন্ন নির্বাচনের আগে দলত্যাগীদের অনেকেই ফের কংগ্রেসে ফিরে আসছেন।

রাহুল গান্ধী জানিয়েছেন, তাঁর এই আত্মবিশ্বাসের পিছনে রয়েছে কর্নাটক নির্বাচন। চলতি বছরের শুরুতেই দক্ষিণী রাজ্যের নির্বাচন হয়েছিল। ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছিল কংগ্রেস। কর্নাটক নির্বাচন থেকে কী শিক্ষা পেয়েছে কংগ্রেস? রাহুল জানিয়েছেন, এর আগে রাজ্যে রাজ্যে বিরোধীদের রাজনৈতিক আখ্যান তৈরি করতে দেয়নি বিজেপি। বিভিন্ন ননইস্যুকে সামনে এনে, আসল সমস্যাগুলি থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিয়েছে। বিরোধীদেরও আসল সমস্যাগুলি থেকে সরে এসে ওই ননইস্যুগুলি নিয়েই ব্যস্ত রেখেছে। রাহুল গান্ধীর মতে, সংসদের বিশেষ অধিবেশনের শেষদিন, লোকসভায় বহুজন সমাজ পার্টির সাংসদ দানিশ আলীর বিরুদ্ধে, বিজেপি সাংসদ রমেশ বিধুরি যে আপত্তিকর মন্তব্য করেছেন, সেটা বিজেপির এই কৌশলেরই অংশ। জাতিভিত্তিক আদমশুমারির জন্য বিরোধীরা যে দাবি তুলেছে, তা থেকে নজর ঘোরাতেই এই ধরনের পদক্ষেপ করেছে বিজেপি।

কর্নাটক নির্বাচনে বিজেপির এই নির্বাচন জয়ের ফর্মুলা ভেস্তে দিয়েছে কংগ্রেস। এমনটাই দাবি রাহুল গান্ধীর। তিনি বলেছেন, “কর্নাটকে আমরা বিজেপি তাদের রাজনৈতিক আখ্যান তৈরি করতে দিইনি। বরং, কর্নাটক নির্বাচনের আগে রাজনৈতিক আখ্যান নিয়ন্ত্রণ করেছিল কংগ্রেস। কর্নাটক রাজ্যের জন্য আমরা একটি সুস্পষ্ট দৃষ্টিভঙ্গি রেখেছিলাম। তারপর আমরাই রাজনৈতিক আখ্যান নিয়ন্ত্রণ করেছি।” আর তাতেই দল অভাবনীয় সাফল্য পেয়েছে বলে মনে করেন রাহুল। তাঁর দাবি, কর্নাটক থেকেই বিজেপির নির্বাচনী জয়ের কৌশলের মোকাবিলা করা শিখে গিয়েছে কংগ্রেস। আর সেই শিক্ষাকে কাজে লাগানো হচ্ছে আসন্ন নির্বাচনগুলিতেও। রাহুল বলেছেন, “আপনারা যদি তেলঙ্গানার পরিস্থিতি দেখেন, আমরাই রাজনৈতিক আখ্যান নিয়ন্ত্রণ করছি। বিজেপি ছবিতেই নেই। মধ্য প্রদেশ এবং ছত্তীসগঢ়েও আমরাই আখ্যান নিয়ন্ত্রণ করছি। বিজেপি যাই চেষ্টা করুক না কেন, তাদের আখ্যান আর পাত্তা পাচ্ছে না।”

Next Article