নয়াদিল্লি: আনন্দ বিহার রেল স্টেশনে গিয়ে বৃহস্পতিবার কুলিদের সঙ্গে সাক্ষাৎ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কুলিদের প্রথাগত লাল পোশাক পরেই সেখানে দেখা গিয়েছে রাহুলকে। এই ঘটনার ভিডিয়ো শেয়ার করেছে সংবাদ সংস্থা এএনআই। সেখানেম দেখা যাচ্ছে, কুলিদের পোশাক পরে লাগেজ মাথায় তুলছেন গান্ধী পরিবারের কংগ্রেস নেতা। এর পর সেখানে বসে কুলিদের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন তিনি। শুনেছেন তাঁদের সমস্যা এবং দাবিদাওয়ার কথা।
#WATCH | Delhi: Congress MP Rahul Gandhi visits Anand Vihar ISBT, speaks with the porters and also wears their uniform and carries the load pic.twitter.com/6rtpMnUmVc
— ANI (@ANI) September 21, 2023
এই ঘটনার কথা নিজেদের এক্স (অতীতের টুইটার) হ্যান্ডলে শেয়ার করেছে কংগ্রেস। সেই পোস্টে লেখা হয়েছে, “জনতার নায়ক রাহুল গান্ধী দিল্লির আনন্দ বিহার রেলস্টেশনে তাঁর কুলি বন্ধুদের সঙ্গে দেখা করেছেন। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানেই এক কুলি বন্ধু তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।”
VIDEO | Congress leader Rahul Gandhi meets railway porters at Anand Vihar Railway Station in Delhi, wears porter dress and badge. pic.twitter.com/wYqOGOmB2v
— Press Trust of India (@PTI_News) September 21, 2023
সংবাদ সংস্থার শেয়ার করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, স্টেশনের বাইরে কুলিদের সঙ্গে কথা বলছেন রাহুল। নিজেদের সমস্যার কথা কংগ্রেস নেতাকে জানাচ্ছেন আনন্দ বিহার স্টেশনের কুলিরা। এই ঘটনা নিয়ে কংগ্রেস লিখেছে, “ভারত জোড়ো যাত্রা চলছে।”