Rahul Gandhi: ‘মোদী পদবি’ মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাহুল গান্ধী

Modi Surname Case: ২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারের সময় ‘মোদী পদবি’ নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। তা নিয়ে মামলা দায়ের হয়েছিল গুজরাটের সুরাটে। সেই মামলাতেই অবমাননাকর মন্তব্যের জন্য দোষী সাব্যস্ত করা হয় রাহুলকে।

Rahul Gandhi: ‘মোদী পদবি’ মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাহুল গান্ধী
সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাহুল গান্ধী
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 6:57 PM

নয়াদিল্লি: ‘মোদী পদবি’ নিয়ে মন্তব্যের জেরে এ বছরই কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে দোষী সাব্যস্ত করেছিল গুজরাটের আদালত। এর জেরে সাংসদ পদ খোয়াতে হয়েছে রাহুলকে। সেই শাস্তির বিরুদ্ধে গুজরাট হাইকোর্টে আবেদেন করেছিলেন রাহুল। কিন্তু গুজরাট হাইকোর্ট তাঁর শাস্তির মেয়াদের উপর কোনও স্থগিতাদেশ দেয়নি। ৭ জুলাই গুজরাট হাইকোর্টের রায়েও হতাশ হতে হয়েছিল ভারত জোড়ো যাত্রার কাণ্ডারিকে। গুজরাট হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে এ বার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন রাহুল গান্ধী। দেশের শীর্ষ আদালত রাহুলের শাস্তির বিষয়ে কী রায় দেয় সে দিকেই এখন নজর থাকবে রাজনৈতিক মহলের।

২০১৯ সালের লোকসভা ভোটের প্রচারের সময় ‘মোদী পদবি’ নিয়ে মন্তব্য করেছিলেন রাহুল গান্ধী। তা নিয়ে মামলা দায়ের হয়েছিল গুজরাটের সুরাটে। সেই মামলাতেই অবমাননাকর মন্তব্যের জন্য দোষী সাব্যস্ত করা হয় রাহুলকে। তাঁকে ২ বছরের জেলের সাজাও শুনিয়েছিল আদালত। এর পর ২০২৩ সালের ২৪ মার্চ সাংসদ পদ খারিজ হয় কংগ্রেস নেতার। ২০১৯ সালে কেরলের ওয়ানাড থেকে জিতে সাংসদ হয়েছিলেন তিনি।

সেই সাজার বিরুদ্ধে গুজরাট হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাহুল। যদিও সেখানেও স্বস্তি মেলেনি। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে এ বার দেশের শীর্ষ আদালতে গেলেন তিনি।