
নয়াদিল্লি: ন’মাসে রেকর্ড নিয়োগ। বেঙ্গালুরুতে নজির গড়ল তাইওয়ানের সংস্থা Foxconn। বর্তমানে ভারতে iPhone তৈরির বাজারে শীর্ষে তাঁরা। কর্নাটকে স্থিতু ৩০০ একরের জমিতে প্রতি বছর কোটি কোটি টাকার অ্য়াপেলের পণ্য তৈরি করছে তাঁরা। তবে বিদেশ বিভুঁইয়ে এসে শুধু উপার্জনই নয়, আরও বেশি বিনিয়োগেও জোর দিচ্ছে Foxconn।
গত ন’মাসে প্রায় ৩০ হাজারের অধিক কর্মী নিয়োগ করেছে সংস্থা। বলে রাখা প্রয়োজন, Foxconn-এর এই বেঙ্গালুরুর কারখানাটির বেশির ভাগ কর্মীই মহিলা। যাদের বয়সও ১৯ থেকে ২৪ বছরের মধ্য়েই। তাইওয়ান ভিত্তিক সংস্থার ভারতের বাজারে এই উন্নয়ন দেখে প্রশংসা করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
নিজের সমাজমাধ্য়মে তিনি লিখেছিলেন, ‘গোটা দেশজুড়ে নির্মাণকাজের নিরিখে নজির তৈরি করছে কর্নাটক। এই ভারতই তো আমরা তৈরি করতে চাই। যেখানে সকলের কাছে থাকবে চাকরি, সকলের কাছে থাকবে যথাযথ সুযোগ।’ রাহুলের এই পোস্টকে ঘিরেই চর্চা নানা মহলে। যে চর্চায় এবার যোগ দিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। নরম সুরে ইঙ্গিতবহ খোঁচা দিলেন তিনি। কী বললেন মন্ত্রী? তাঁর কথায়, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তৈরি মেক-ইন-ইন্ডিয়া প্রকল্পকে স্বীকৃতি দেওয়ার জন্য আমি রাহুল গান্ধীকে ধন্যবাদ জানাই। আমরা প্রতিদিন বেড়ে উঠছি। প্রধানমন্ত্রীর দৃষ্টিভঙ্গির মাধ্যমে এই দেশ একটি উৎপাদনশীল অর্থনীতিতে পরিণত হচ্ছে।’
Thanks @RahulGandhi for acknowledging the success of PM Shri @narendramodi Ji’s ‘Make in India’ programme. As you have noted, we are becoming a producer economy as we implement our PM’s vision. pic.twitter.com/1K8kmE6s3t
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) December 24, 2025
উল্লেখ্য় Foxconn সূত্রে জানা গিয়েছে, ভারতে উৎপাদিত বা নির্মীত iPhone-এর ৮০ শতাংশ বিশ্বব্য়াপী রফতানি করে দেওয়া হয়। যা দিনশেষে ভারতের অর্থনীতিতে নতুন করে জ্বালানি জোগাতে সাহায্য করে। আর এই সমস্ত iPhone-গুলি যাঁরা তৈরি করেন, সেই Foxconn-এর ৮০ শতাংশ কর্মীই মহিলা। যাঁদের অনেকের আবার এটাই প্রথম চাকরি। যেহেতু সংস্থার বেশির ভাগই মহিলা কর্মচারী। তাই তাঁদের কথা মাথায় রেখেই কারখানার অন্দরে ছ’টি ডরমেটোরি রুমও তৈরি করে দিয়েছে Foxconn কর্তৃপক্ষ।