Rahul Gandhi: ‘চব্বিশে কংগ্রেস এমন ফল করবে জনগণ অবাক হয়ে যাবে’, বিদেশের মাটিতে দাঁড়িয়ে রাহুলের ‘ভবিষ্যদ্বাণী’

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jun 02, 2023 | 5:46 PM

সাংসদ পদ থেকে চ্যুত হওয়া তাঁকে বিশেষ সুবিধা দিয়েছে এবং এখন তাঁর কথা বলায় আর কোনও বাধা নেই বলেও মনে করছেন তিনি।

Rahul Gandhi: ‘চব্বিশে কংগ্রেস এমন ফল করবে জনগণ অবাক হয়ে যাবে’, বিদেশের মাটিতে দাঁড়িয়ে রাহুলের ‘ভবিষ্যদ্বাণী’
ওয়াশিংটনে সাংবাদিক সম্মেলন রাহুল গান্ধীর।

Follow Us

ওয়াশিংটন: সম্প্রতি ত্রিদেশীয় সফরে গিয়ে সেখানকার রাষ্ট্রপ্রধান-সহ প্রবাসী ভারতীয়দের মন জয় করে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলতি মাসে মার্কিন (US) সফরেও যাবেন তিনি। এর মধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী মার্কিন সফরে গিয়ে আগামী লোকসভা নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন। বিদেশের মাটিতে দাঁড়িয়ে বিরোধী-জোট নিয়েও বড় বার্তা দিলেন তিনি (Rahul Gandhi)। রাহুল গান্ধী বলেন, “আমি নিশ্চিত যে, একটা বড় বিরোধী জোট হবে।”

আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যে অবিজেপি দলগুলি নিজেদের মধ্যে আলোচনা শুরু করেছে। যদিও এখনও ঐক্যমতে এসে পৌঁছতে পারেনি কোনও দলই। এই আবহে বিদেশের মাটিতে দাঁড়িয়ে রাহুল গান্ধীর জোট-বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ। বৃহস্পতিবার রাতে ওয়াশিংটনে ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জোট-জল্পনা উসকে দিয়ে রাহুল গান্ধী বলেন, “বিরোধীরা বেশ ভালভাবে ঐক্যবদ্ধ রয়েছে। আমরা সব বিরোধী দলের সঙ্গে আলোচনা চালাচ্ছি। আমি মনে করি, ইতিবাচক ফল মিলছে। এটি একটি জটিল আলোচনা, কারণ এমন অনেক জায়গা রয়েছে যেখানে আমরা বিরোধীরাই নিজেদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছি। তাই ঐক্যমতে পৌঁছতে প্রত্যেকেরই কিছু সময়ের প্রয়োজন রয়েছে।”

ওয়াশিংটনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী যে মন্তব্য করেছেন, কিছুদিন আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের গলাতেও সেই সুর শোনা যায়। কংগ্রেসের সঙ্গে কিছুটা দূরত্ব রেখে চললেও জোট-ঐক্য সম্পূর্ণ খারিজ করে দেননি তিনি। বরং বিরোধীদের নিজেদের মধ্যে লড়াই চলছে এবং আলাপ-আলোচনার মাধ্যমে এগোনোরই বার্তা দিয়েছেন মমতা। তাই সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে কংগ্রেসের সঙ্গে একমঞ্চে তৃণমূল কংগ্রেসকে দেখা না গেলেও সম্পূর্ণ বিরোধিতাও করেনি। বরং রাহুল গান্ধীর সাংসদ পদ খোয়ানোর পর সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এছাড়া বিরোধী-জোটের ব্যাপারে অবিজেপি প্রায় প্রত্যেকটি দল থেকেই কিছুটা সবুজ ইঙ্গিত মিলছে। ফলে বিরোধী-ঐক্য চূড়ান্ত পর্যায়ে না পৌঁছলেও বিদেশের মাটিতে দাঁড়িয়ে রাহুল গান্ধীর মন্তব্য বিশেষ বার্তাবহ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

কেবল জোট বার্তা নয়, আগামী লোকসভা নির্বাচনে অবাক করা ফল হবে বলেও আশা প্রকাশ করেছেন রাহুল গান্ধী। তিনি বলেন, “আমি মনে করি, আগামী নির্বাচনে কংগ্রেস খুব ভাল ফল করবে। আমার তো মনে হয়, এরকম কিছু হবে যে, লোকজন অবাক হয়ে যাবে। কেবল অঙ্ক কষুন, বিরোধী ঐক্য নিজেদের ক্ষমতাতেই বিজেপিকে পরাজিত করতে পারে।”

মার্কিন মুলুকে সাংবাদিকদের কাছে কেন্দ্রের সরকারের বিরুদ্ধে সরকারি প্রতিষ্ঠান দখল করারও অভিযোগ এনেছেন রাহুল গান্ধী। আবার সাংসদ পদ থেকে চ্যুত হওয়া তাঁকে বিশেষ সুবিধা দিয়েছে এবং এখন তাঁর কথা বলায় আর কোনও বাধা নেই বলেও মনে করছেন তিনি। রাহুল বলেন, “আমি মনে করি এটা আমার জন্য একটা উপহার। তাঁরা এটা ভাবতে পারেননি। কিন্তু, অজান্তে এটাই করে দিয়েছেন।” এমনকি প্রাণনাশের হুমকির বিষয়েও উদ্বিগ্ন নন বলে জানান রাজীব-পুত্র। তাঁর কথায়, “আমি প্রাণনাশের হুমকির বিষয়ে উদ্বিগ্ন নই। প্রত্যেককেই মরতে হবে। এটা আমি আমার ঠাকুমা এবং বাবার কাছ থেকে শিখেছি।”

যদিও মার্কিন সফরে রাহুল গান্ধীর মন্তব্য প্রসঙ্গে বিজেপির কটাক্ষ, “রাহুল গান্ধী কেন বিদেশে বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেলেন, কিন্তু দেশের সংগঠনগুলির তরফে পাননি, সেটা নিয়ে ভাবতে আমরা জনগণের উপরই ছেড়ে দিচ্ছি।”

Next Article