AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rahul Gandhi: কঠিন সময় একজোট হওয়ার বার্তা, প্রধানমন্ত্রীকে চিঠি রাহুলের

Rahul Gandhi: রাহুলের আর্জি যত দ্রুত সম্ভব, সংসদের দুই কক্ষে বিশেষ অধিবেশনের আয়োজন করা হোক। এর আগে এই একই অনুরোধ জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।

Rahul Gandhi: কঠিন সময় একজোট হওয়ার বার্তা, প্রধানমন্ত্রীকে চিঠি রাহুলের
রাহুল গান্ধী।Image Credit: PTI
| Updated on: Apr 29, 2025 | 1:49 PM
Share

নয়া দিল্লি: কঠিন পরিস্থিতিতে একজোট হওয়ার বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখে এই বার্তা দিয়েছেন কংগ্রেস সাংসদ। পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনা নিয়ে বিশেষ অধিবেশন ডাকার আর্জি জানিয়েছেন রাহুল।

রাহুল গান্ধী ওই চিঠিতে লিখেছেন, পহেলগাঁওয়ের হামলার ঘটনায় প্রত্যেক ভারতীয়ের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই কঠিন পরিস্থিতিতে ভারত তুলে ধরবে যে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা একজোট। সেই চিঠির প্রতিলিপি এক্স মাধ্যমেও পোস্ট করেছেন রাহুল।

রাহুলের আর্জি যত দ্রুত সম্ভব, সংসদের দুই কক্ষে বিশেষ অধিবেশনের আয়োজন করা হোক। এর আগে এই একই অনুরোধ জানিয়েছিলেন কংগ্রেস সাংসদ তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।

পহেলগাঁও জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রী তাঁর ভাষণে স্পষ্ট করে দিয়েছেন ভারত এই হামলার জবাব দেবে। বিশ্বের যে কোনও প্রান্ত থেকে জঙ্গিদের খুঁজে বের করে আনা হবে বলেও উল্লেখ করেছেন তিনি। তবে হামলার পর যে সর্বদল বৈঠক ডাকা হয়েছিল, সেখানে কেন প্রধানমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিরোধীরা এই প্রসঙ্গে দাবি করেছেন, যে সময় ঐক্য প্রদর্শন করা উচিত, সেই সময় মোদী বিভাজন করছেন।