Rahul Gandhi: বিজেপি নেতারা হিন্দি শিক্ষার ডাক দিলেও তাঁদের সন্তানরা ইংরেজিই শিখছে, কটাক্ষ রাহুলের

Rahul Gandhi: বর্তমানে ইংরেজি না শিখলে কল সেন্টার বা বড় কোম্পানিতে চাকরি মিলবে না। 'ভারত জোড়ো যাত্রা' থেকে এমনই দাবিতে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। ৪ রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশের সময় যখন কংগ্রেসের মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা, তখন রাহুল গান্ধীর সেই মন্তব্য তুলে ধরে যেন বিজেপির বিরুদ্ধে হিন্দি-আগ্রাসনের অভিযোগ উসকে দিল কংগ্রেস।

Rahul Gandhi: বিজেপি নেতারা হিন্দি শিক্ষার ডাক দিলেও তাঁদের সন্তানরা ইংরেজিই শিখছে, কটাক্ষ রাহুলের
রাহুল গান্ধী (ফাইল ছবি)Image Credit source: PTI

| Edited By: Sukla Bhattacharjee

Dec 03, 2023 | 4:06 PM

নয়া দিল্লি: যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। বর্তমানে ইংরেজি না শিখলে কল সেন্টার বা বড় কোম্পানিতে চাকরি মিলবে না। ‘ভারত জোড়ো যাত্রা’ থেকে এমনই দাবিতে সরব হয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। ৪ রাজ্যের বিধানসভা ভোটের ফল প্রকাশের সময় যখন কংগ্রেসের মুখ থুবড়ে পড়ার মতো অবস্থা, তখন রাহুল গান্ধীর সেই মন্তব্য তুলে ধরে যেন বিজেপির বিরুদ্ধে হিন্দি-আগ্রাসনের অভিযোগ উসকে দিল কংগ্রেস।

বিজেপি নেতাদের হিন্দি-প্রীতি প্রসঙ্গ তুলে ধরে রাহুল গান্ধী বলেন, সাধারণ নাগরিকের সন্তানেরা ইংরেজি মাধ্যমে পড়াশোনা করলে সব ভাল চাকরি তাঁরা পেয়ে যাবে। সেটা বিজেপি নেতারা চান না। সেজন্যই জনগণকে তাঁদের সন্তানদের হিন্দি শেখানোর কথা বলেন। রাহুল গান্ধী আরও বলেন, “বিজেপি নেতারা সব ভাষণে বলেন, হিন্দি শেখো, ইংরেজি শিখো না। আপনি ওঁদের বাচ্চাদের জিজ্ঞাসা করুন, অমিত শাহকে জিজ্ঞাসা করুন- আমাদের বলছেন আমাদের বাচ্চাদের ইংরেজি শেখার দরকার নেই। আপনার বাচ্চা কোন স্কুলে পড়ে? সবাই বলবেন, তাঁদের বাচ্চা ইংরেজি মাধ্যম স্কুলে পড়ে। আপনার বাচ্চা শুধু হিন্দি পড়বে, ওঁদের বাচ্চা ইংরেজি পড়বে কেন? কারণ ওরা চায় না যে, সবচেয়ে ভাল চাকরি আপনি নিয়ে যান।”

তবে ইংরেজি শেখার দাবি তুললেও হিন্দির প্রতি যে কংগ্রেস বিরূপ নয়, সেটাও স্পষ্ট করে দেন রাহুল গান্ধী। তিনি বলেন, “আমি এটা বলছি না, হিন্দি পড়বে না। যত হিন্দি পড়বে পড়। কিন্তু, একটা কথা মনে রাখবে, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লিতে কাজ করতে হবে তো হিন্দি চলবে। ওখানে কারও সঙ্গে কথা বলবে তো হিন্দি চলবে। কিন্তু, কল সেন্টারে কাজ করলে, ইন্টারনেটে কাজ করলে, কোনও বড় কোম্পানিতে কাজ করলে বা বিদেশি পর্যটকের সঙ্গে কথা বলতে গেলে হিন্দি চলবে না। এই সমস্ত জায়গায় ইংরেজির প্রয়োজন।”

ছত্তীসগঢ়, রাজস্থান, মধ্যপ্রদেশ ও তেলঙ্গনা নির্বাচনের ফল প্রকাশ হল রবিবার। ৪ রাজ্যের মধ্যে কেবল তেলঙ্গনা দখলে রাখতে পেরেছে কংগ্রেস। বাকি ৩ রাজ্যেই থাবা বসিয়েছে বিজেপি। বলা ভাল, ২০২৪-এর ভোটের আগে এই সেমিফাইনালে অভাবনীয় ফল করেছে বিজেপি। যা আগামী লোকসভা ভোটে কংগ্রেস-সহ বিরোধী শিবিরের জন্য উদ্বেগজনক। এই আবহে ‘ইংরেজি না শিখলে ভাল চাকরি না পাওয়া’র পরিস্থিতি তুলে ধরে বিজেপির হিন্দুত্ববাদকে একহাত নিতে শুরু করেছে কংগ্রেস।