Rahul Gandhi joins farmers’ protest: কৃষক আন্দোলনে যোগ দিচ্ছেন রাহুল, আপাতত বাতিল ন্যায় যাত্রা

Rahul Gandhi to join farmers protest: ন্যায় যাত্রা ছেড়ে জরুরি ভিত্তিতে দিল্লি ছুটে আসছেন রাহুল গান্ধী। দিল্লিতে কৃষক আন্দোলন চলছে। সেই আন্দোলনে যোগ দেবেন তিনি। এই বিষয়ে তাঁর সঙ্গে কোনও কৃষক নেতার কথা হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। রাহুল গান্ধী কৃষক আন্দোলনে যোগ দিলে, আন্দোলন যে রাজনৈতিক রং নেবে, তা বলাই বাহুল্য।

Rahul Gandhi joins farmers' protest: কৃষক আন্দোলনে যোগ দিচ্ছেন রাহুল, আপাতত বাতিল ন্যায় যাত্রা
ঝাড়খণ্ডে ভারত জোড়ো ন্যায় যাত্রায় রাহুল গান্ধী (ফাইল ছবি) Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 16, 2024 | 1:58 PM

নয়া দিল্লি: ইন্ডিয়া জোট ক্রমে ভেঙে পড়ছে। ভারত জোড়ো যাত্রার জেরে, দেশ-ব্যাপী কংগ্রেসকে নিয়ে নতুন করে যে আগ্রহ তৈরি হয়েছিল, তাও অস্তমিত। ন্যায় যাত্রা করছেন বটে, কিন্তু তাতেও বিশেষ সাড়া মিলছে না। বরং, যাত্রা করতে গিয়ে বাংলার মতো রাজ্যে ইন্ডিয়া জোটের ফাটল স্পষ্ট হয়ে উঠছে। এই অবস্থায় কৃষক আন্দোলনকে হাতিয়ার করতে চলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সংবাদ সংস্থা পিটিআই-এর প্রতিবেদন অনুযায়ী, কৃষকদের ‘দিল্লি চলো’ অভিযানে যোগ দিতে চলেছেন কংগ্রেস সাংসদ। এর জন্য বাতিল করতে হচ্ছে ঝাড়খণ্ডে ভারত জোড়ো ন্যায় যাত্রার কর্মসূচি। ন্যায় যাত্রা ছেড়ে জরুরি ভিত্তিতে দিল্লি ছুটে আসছেন রাহুল গান্ধী।

দিল্লিতে কৃষক আন্দোলন চলছে। সেই আন্দোলনে যোগ দেবেন তিনি। এই বিষয়ে তাঁর সঙ্গে কোনও কৃষক নেতার কথা হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। রাহুল গান্ধী কৃষক আন্দোলনে যোগ দিলে, আন্দোলন যে রাজনৈতিক রং নেবে, তা বলাই বাহুল্য।এদিন অবশ্য রাহুল গান্ধী জয়পুরে এসেছেন। মা সনিয়া গান্ধী, রাজস্থান থেকে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী হচ্ছেন। তাঁর মনোনয়নপত্র জমা দেওয়া উপলক্ষ্যেই রাজস্থানে আসেন রাহুল। এখান থেকে ফের ঝাড়খণ্ডে ফেরার কথা তাঁর। ঠিক কবে তিনি কৃষকদের আন্দোলনে যোগ দেবেন, তা অবশ্য জানা যায়নি।

মণিপুর থেকে ভারত জোড়ো যাত্রার দ্বিতীয় অধ্যায় শুরু করেছেন রাহুল গান্ধী। মণিপুর থেকে মেঘালয়, অসম, বাংলা, বিহার ঘুরে ঝাড়খণ্ডে পৌঁছেছে। এই যাত্রার মধ্য দিয়ে ভারতবাসীর সামাজিক ও আর্থিক ন্যায় বিচার দাবি করছেন রাহুল গান্ধী। ২০২৪ সালে, কংগ্রেস যদি ক্ষমতা আসে, তাহলে স্বামীনাথন কমিশনের রিপোর্ট অনুযায়ী ফসলের ন্যূনতম মূল্যের আইনি গ্যারান্টি দেওয়া হবে বলে প্রতিশ্রুতিও দিয়েছেন রাহুল। ছত্তিসগড়ে এক সভায় তিনি বলেন, এমএসপি-র আইনি গ্যারান্টি দিলে ১৫ কোটি কৃষক পরিবারের জীবন বদলে যাবে।