Rahul Gandhi: মোটসাইকেল মেকানিক, কুলির পর ছুতোরের ভূমিকায় রাহুল গান্ধী, দেখুন

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Sep 28, 2023 | 8:59 PM

Rahul Gandhi: বৃহস্পতিবার, তাঁকে দেখা গেল কাঠমিস্ত্রির ভূমিকায়। এদিন, কীর্তি নগর এলাকার আসবাবপত্রের বাজারে গিয়েছিলেন তিনি। সেখানে কর্মরত কাঠমিস্ত্রিদের সঙ্গে দেখা করেন কংগ্রেস সাংসদ।

Rahul Gandhi: মোটসাইকেল মেকানিক, কুলির পর ছুতোরের ভূমিকায় রাহুল গান্ধী, দেখুন
কাঠমিস্ত্রির ভূমিকায় রাহুল গান্ধী
Image Credit source: Twitter

Follow Us

নয়া দিল্লি: প্রথমে দিল্লির করোল বাগ এলাকায় তাঁকে দেখা গিয়েছিল মোটরসাইকেল সারাতে। তারপর দিল্লির আনন্দ বিহার রেল স্টেশনে কুলির পোশাক পরে, মাথায় তুলে নিয়েছিলেন বোঝা। বৃহস্পতিবার, তাঁকে দেখা গেল কাঠমিস্ত্রির ভূমিকায়। এদিন, কীর্তি নগর এলাকার আসবাবপত্রের বাজারে গিয়েছিলেন তিনি। সেখানে কর্মরত কাঠমিস্ত্রিদের সঙ্গে দেখা করেন কংগ্রেস সাংসদ। শুধু তাঁদের সমস্যা জানা নয়, হাতে কলমে তাঁদের সঙ্গে কাজ করতেও দেখা যায় তাঁকে। কংগ্রেস দলের পক্ষ থেকে ওয়ানাড়ের সাংসদের কাঠমিস্ত্রির কাজ করার বেশ কয়েকটি ছবি পোস্ট করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে রাহুল গান্ধী বলেছেন, “আজ আমি দিল্লির কীর্তি নগরে অবস্থিত এশিয়ার বৃহত্তম আসবাব বাজারে গিয়েছিলাম। সেখানকার ছুতোর ভাইদের সঙ্গে দেখা করলাম। কঠোর কর্মী হওয়ার পাশাপাশি, তারা বড় মাপের শিল্পীও। টেকসই এবং সুন্দর খোদাইকার্য করার ক্ষেত্রে তাঁরা একেকজন বিশেষজ্ঞ। আমরা তাদের সঙ্গে অনেক কথা বলেছি। তাদের দক্ষতা সম্পর্কে কিছুটা জেনেছি এবং কিছুটা শেখার চেষ্টাও করেছি।” কংগ্রেস দলের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে রাহুল গান্ধীর কীর্তি নগর বাজার সফরের ছবি ভাগ করে নেওয়া হয়েছে। সেই ছবিগুলিতে রাহুল গান্ধীকে কাঠমিস্ত্রিদের সঙ্গে বার্তালাপ করতে এবং তাঁদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাঠের কাজ করতে দেখা গিয়েছে। সঙ্গের ক্যাপশনে কংগ্রেস লিখেছে, “ভারত জোড়ো যাত্রা এখনও চলছে।”


লোকসভা নির্বাচনের আগে, জনসংযোগের কোনও উপায় বাদ রাখছেন না রাহুল গান্ধী। সাম্প্রতিক সময়ে, সমাজের বিভিন্ন স্তরের মানুষদের মাঝে দেখা গিয়েছে তাঁকে। মোটরসাইকেল মেকানিক, কুলিদের সঙ্গে সাক্ষতের পাশাপাশি, গত অগস্টে দিল্লির আজাদপুরের মান্ডিতে তিনি ফল ও সবজি বিক্রেতাদের সঙ্গেও দেখা করেছিলেন। তার আগে হরিয়ানার সোনিপথে কৃষক এবং মহিলা কৃষি শ্রমিকদের সঙ্গেও দেখা করেছিলেন রাহুল। পরে ওই মহিলা কর্মীদের দিল্লিতে নিয়ে এসে, সনিয়া গান্ধীর সরকারি বাসভবনে ভোজেও আমন্ত্রণ জানিয়েছিলেন। তার কয়েক মাস আগে, তিনি এক ট্রাকে করে দিল্লি থেকে চণ্ডীগঢ় পর্যন্ত যাত্রা করেছিলেন। যাত্রাপথে ট্রাক চালকদের বিভিন্ন সমস্যা, উদ্বেগের কথা শুনেছিলেন তিনি।

তাঁর এই ‘ভারত জোড়ো যাত্রা’, ভোটবাক্সে কতটা প্রতিফলিত হয়, আগামী লোকসভাতেই তার প্রমাণ পাওয়া যাবে।

Next Article