AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railway: ‘সিকে পয়সাও টিকিটের দর বাড়ায়নি রেল’, পাকিস্তান-বাংলাদেশের কথা টেনে কেন এমন বললেন রেলমন্ত্রী?

Indian Railway: উল্লেখ্য, ভারতীয় রেল পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে একটি অভিযোগ বরাবরের, তা হল ট্রেন দেরিতে ঢোকা। কেন্দ্রীয় রেলমন্ত্রীর দাবি, আগের তুলনায় বেড়েছে রেলের সময়ানুবর্তীতা।

Indian Railway: 'সিকে পয়সাও টিকিটের দর বাড়ায়নি রেল', পাকিস্তান-বাংলাদেশের কথা টেনে কেন এমন বললেন রেলমন্ত্রী?
অশ্বিনী বৈষ্ণবImage Credit: PTI
| Updated on: Mar 19, 2025 | 2:15 PM
Share

নয়াদিল্লি: একটি পরিসংখ্যান অনুযায়ী, ভারতের লোকাল ট্রেনে চড়তে গড়ে ৫ টাকা থেকে ২০ টাকার মধ্যে খরচ হয় একজন যাত্রীর। গোটা বিশ্বজুড়েও সবচেয়ে সস্তায় ট্রেনে চড়া যায় এই ভারতেই। মঙ্গলবার লোকসভায় দাঁড়িয়ে সেই কথাটাই মনে করিয়ে দিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

তিনি বললেন, গত পাঁচ বছর সিকে পয়সাও রেলের টিকিটের দাম বাড়ায়নি কেন্দ্রীয় রেলমন্ত্রক। তাঁর কথায়, ‘২০২০ সাল থেকে ভারতীয় রেলমন্ত্রক টিকিটের দামে কোনও পরিবর্তন আনেনি। এক পয়সাও বাড়ানো হয়নি টিকিটের দর। এমনকি পড়শি দেশগুলির তুলনায় সবচেয়ে কম খরচেই একজন যাত্রীকে ভারতে রেল পরিষেবা নিয়ে থাকেন।’

সংসদে দাঁড়িয়ে পাকিস্তান ও বাংলাদেশের প্রসঙ্গে টেনে কেন্দ্রীয় রেলমন্ত্রী বলেন, ‘বর্তমানে ভারতীয় ট্রেনে চেপে ৩৫০ কিলোমিটার পথ যেতে খরচ হয় ১২১ টাকা। সেই একই দূরত্ব পার করে পাকিস্তান রেল যাত্রীদের থেকে নিয়ে থাকে ৪৩৬ টাকা ও বাংলাদেশ নিয়ে থাকে ৩২৩ টাকা। এমনকি, দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কাতেও একই দূরত্ব যেতে খরচ পড়ে ৪১৩ টাকা।’

উল্লেখ্য, ভারতীয় রেল পরিষেবা নিয়ে যাত্রীদের মধ্যে একটি অভিযোগ বরাবরের, তা হল ট্রেন দেরিতে ঢোকা। কেন্দ্রীয় রেলমন্ত্রীর দাবি, আগের তুলনায় বেড়েছে রেলের সময়ানুবর্তীতা। তাঁর কথায়, ‘আধুনিক সিগন্যালিং সিস্টেম, রিয়েল-টাইম মনিটরিং ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারেই আগের তুলনায় ৯০ শতাংশ সময়ানুবর্তীতা বেড়েছে ভারতীয় রেলের।’