নয়া দিল্লি: সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত সেমি হাইস্পিডের বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ইতিমধ্যে দেশবাসীর মন কেড়েছে। তবে এখনও পর্যন্ত যতগুলি বন্দে ভারত যাত্রা করছে, সবকটি চেয়ার কার। তবে চলতি আর্থিক বর্ষের শেষেই স্লিপার কোচের বন্দে ভারত এক্সপ্রেস আসছে বলে ঘোষণা করেছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এবার সেই নয়া বন্দে ভারত এক্সপ্রেস তৈরির কাজ খতিয়ে দেখতে চেন্নাইয়ের কোচ ফ্যাক্টরি (ICF)-তে গেলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যদিও এটি স্লিপার কোচের বন্দে ভারত কিনা তা স্পষ্ট করেননি তিনি। তবে ICF-এ বন্দে ভারতের নতুন ধরনের কোচ তৈরির কাজ খতিয়ে দেখার পর নতুন রূপের সেই বন্দে ভারত এক্সপ্রেসের ছবি টুইটারে পোস্টও করেছেন রেলমন্ত্রী (Ashwini Vaishnaw)।
কেমন দেখতে হবে নয়া বন্দে ভারত এক্সপ্রেস?
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন চেন্নাইয়ে ICF-এ গিয়ে বন্দে ভারত এক্সপ্রেসের কোচ তৈরির কাজ পরিদর্শন করে বেশ কিছু ছবি টুইটারে পোস্ট করেছেন। সেই ছবিগুলিতে দেখা যাচ্ছে, নয়া রূপে আসছে বন্দে ভারত এক্সপ্রেস। এই ট্রেনের রং গেরুয়া ও সাদা।
বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেসের রং দুধ সাদা এবং ইঞ্জিনের দু-পাশে নীল বর্ডার রয়েছে। নতুন বন্দে ভারত এক্সপ্রেসটির রং আলাদা হলেও কাঠামো একই রয়েছে। বিষয়টি আরও স্পষ্ট করে বোঝাতে পাশাপাশি দাঁড়িয়ে থাকা দুই ধরনের বন্দে ভারত এক্সপ্রেসের ছবিও পোস্ট করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
Inspected Vande Bharat train production at ICF, Chennai. pic.twitter.com/9RXmL5q9zR
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) July 8, 2023
এদিন রেলমন্ত্রী ICF-এ গিয়ে বন্দে ভারত এক্সপ্রেসের কোচ তৈরির কাজ খতিয়ে দেখার পর সেখানকার কর্মী-আধিকারিকদের সঙ্গে কথা বলেন। তারপর তাঁদের সঙ্গে গ্রুপ ছবিও তোলেন এবং সেই ছবি নিজের টুইটার হ্যান্ডেলে পোস্টও করেন রেলমন্ত্রী।