
নয়া দিল্লি: ইনস্টাগ্রাম খুললেই সামনে আসছে ভাইরাল ‘রিল’। এক বিশেষ সংলাপ বলে রিল বানাচ্ছেন অনেকেই। সংলাপটি অনেকটা এরকম- ‘সো বিউটিফুল, সো এলিগ্যান্ট, জাস্ট লুকিং লাইক আ ওয়াও’। এবার সেই সংলাপ খোদ রেলমন্ত্রীর মুখে! সম্প্রতি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন। সেখানেই আছে এই সংলাপের উল্লেখ।
আসলে ট্রেনের প্রশংসা করেই এই সংলাপের উল্লেখ করেছেন রেলমন্ত্রী। শুধুমাত্র গতির জন্য নয়, বিশেষ সব বৈশিষ্ট্যের জন্যও বন্দে ভারত ট্রেনের প্রতি সাধারণ মানুষের একটা আলাদা আগ্রহ তৈরি হয়েছে। স্টেশনে ট্রেন এসে দাঁড়ালেই বহু মানুষকে সামনে দাঁড়িয়ে সেলফি তুলতে দেখা যায়। ট্রেনের অত্যাধুনিক জানালা, দরজা থেকে আসন- সবটাই নজর কাড়ার মতো। এতদিন ধরে ট্রেন বলতে যাত্রীরা যা দেখে এসেছেন, তার থেকে বন্দে ভারত আলাদা। সেই বন্দে ভারত-এর প্রশংসা করেই একটি পোস্ট করলেন রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
কার্যত রেলের বিপ্লব এনেছে এই বন্দে ভারত। সোমবার সেই ট্রেনেরই ছবি পোস্ট করেছেন রেল মন্ত্রী। কেরলের রেল ট্র্যাকে ছুটছে, এমন দুটি ট্রেনের ছবি পোস্ট করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৪ সেপ্টেম্বর কেরলে দ্বিতীয় বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এটাই প্রথম কমলা রঙের বন্দে ভারত। কাসারগোড় থেকে তিরুঅনন্তপুরমের দিকে যাত্রা করে ট্রেনটি। এর আগে গত এপ্রিল মাসে প্রথম বন্দে ভারত ট্রেন চালু হয়েছিল কেরলে। এছাড়া শীঘ্রই বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করতে চলেছে রেল। একেবারে নতুন চেহারায় আসবে সেই ট্রেন।
Just looking like a WoW! pic.twitter.com/FcwCiWGcaD
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) November 8, 2023