Loco Pilot Conditions: কাদের আমলে আরামে রয়েছেন লোকো পাইলটরা? তথ্য দিয়ে রাহুলকে জবাব রেলমন্ত্রীর
Ashwini Vaishnaw: লোকসভায় লোকো পাইলট প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর তাঁদের অবস্থার উন্নতির দাবি জানিয়ে পোস্ট করেছিলেন রাহুল গান্ধী। তাঁরই জবাব এই পোস্টের মাধ্যমে দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তথ্যের ভিত্তিতেই তিনি বোঝাতে চেয়েছেন, কংগ্রেস জমানার তুলনায় এনডিএ সরকারের আমলে লোকো পাইলটদের উন্নত পরিষেবার জন্য কী কাজ করা হয়েছে।
লোকো পাইলট প্রতিনিধি দলের সঙ্গে বুধবার লোকসভায় সাক্ষাৎ করেছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেই সাক্ষাতের ভিডিয়ো তিনি নিজের এক্স হ্যান্ডল থেকে পোস্ট করেছিলেন। ভারতীয় রেলের যাত্রীদের সুরক্ষা নিশ্চিত করতে লোকো পাইলটদের পরিস্থিতি বদলের দাবি রেলমন্ত্রীর কাছে তুলে ধরার কথা জানিয়েছিলেন সেই পোস্টে। সেই পোস্টের পাল্টা দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এক্স হ্যান্ডলে পোস্ট করে তুলে ধরেছেন তথ্য। সেই তথ্যের ভিত্তিতেই তিনি বোঝাতে চেয়েছেন, কংগ্রেস জমানার তুলনায় এনডিএ সরকারের আমলে লোকো পাইলটদের উন্নত পরিষেবার জন্য কী কাজ করা হয়েছে। ভবিষ্যতে আরও পরিষেবারপ বন্দোবস্তো করা আশ্বাসও দিয়েছেন। ওই পোস্টের শেষে তিনি লিখেছেন, “মনে রেখো, আমরা পরিশ্রমী।”
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পোস্টে জানিয়েছেন, ২০০৪ থেকে ২০১৪ সালের মধ্যে লোকো পাইলটদের রেস্টিং রুমে কোনও এয়ার কন্ডিশনার ছিল না। কিন্তু ২০১৪ থেকে ২৪ সালের মধ্যে ৫৫৮ রেস্ট রুমে এসি রয়েছে। সেই সঙ্গে ইঞ্জিনে এসি কেবিন এবং লোকোতে ওয়াশরুম কংগ্রেস আমলে ছিল না বলে জানিয়েছেন মন্ত্রী। কিন্তু তাঁদের আমলে ৭ হাজার ৭৫ ইঞ্জিন কেবিনে এসি রয়েছে। ৮১৫ লোকো ক্যাবে ওয়াশরুমের ব্যবস্থা করা হয়েছে। লোকো ক্যাবে যে চেয়ারে লোকো পাইলটরা বসেন, তাও আগের তুলনায় অনেক আরামদায়ক করে তোলা হয়েছে বলে দাবি রেলমন্ত্রীর। আরামদায়ক ঘূর্ণায়মান আসনের সংখ্যাও কংগ্রেস আমলের তুলনায় ১০ গুণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অশ্বিনী বৈষ্ণব। এই সব তথ্য দিয়েই কংগ্রেস আমলের তুলনায় তাঁদের আমলে লোকো পাইলটরা যে উন্নত অবস্থায় কাজ করছেন তা বোঝাতে চেয়েছেন।
कांग्रेस के काल से आज हम भारतीय रेलवे को एक बेहतर स्थिति में लाने में कामयाब हुए है। “लोको पायलट” के लिए सुविधाओं में 2014 के बाद निरंतर सुधार हुआ है। और आगे भविष्य में भी उन्हें और ज्यादा सुविधाएं देने के लिए हम तत्पर हैं।
याद रहे, ‘हम मेहनत करने वाले लोग है’। pic.twitter.com/pMyuBLSs2b
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) August 7, 2024
বুধবার লোকো পাইলটদের প্রতিনিধি দলের সঙ্গে দেখা করেছিলেন রাহুল গান্ধী। সেই সাক্ষাতের ভিডিয়ো দিয়ে রাহুল এক্স হ্যান্ডলে লেখেন, “সংসদ ভবনে আজ আবার লোকো পাইলটদের সঙ্গে সাক্ষাৎ করলাম। কেবিনে আরামদায়ক এবং জরুরি পরিষেবার জন্য দাবি তুলেছেন তাঁরা। দেশের লক্ষ লক্ষ যাত্রীদের নিরাপত্তার জন্য লোকো পাইলটদের এই সুবিধা দরকার।” তথ্য তুলে ধরে রাহুল গান্ধীর এই পোস্টেরই পাল্টা দিলেন রেলমন্ত্রী। তবে এই প্রথম নয়, জুলাই মাসেও রাহুল গান্ধী লোকো পাইলটদের সঙ্গে দেখা করেছিলেন। সে সময়ই একই দাবি শোনা গিয়েছিল তাঁর কথায়। তখনও রেলমন্ত্রী কড়া আক্রমণ করেছিলেন রাহুলকে। কংগ্রেস জমানা অবস্থার সঙ্গে তাঁদের জমানার তুলনা টেনেছিলেন। এদিনও ওই একই অস্ত্রে বিরোধী দলনেতাকে জবাব দিলেন এনডিএ সরকারের মন্ত্রী।