Railway: এই ৬টি জিনিস নিয়ে ট্রেনে ওঠাই যাবে না, জানিয়ে দিল রেল

কুম্ভমেলার সময় রেল স্টেশনে দুর্ঘটনা ঘটেছিল। তারপর থেকে নিরাপত্তার দিকে আরও বেশি নজর দেওয়া হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নয়াদিল্লি রেল স্টেশনে মর্মান্তিক ঘটনা ঘটে। কুম্ভমেলায় যাওয়ার জন্য যখন যাত্রীদের প্রবল ভিড় ছিল স্টেশনে, তারই মধ্যে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয় পদপিষ্ট হয়ে।

Railway: এই ৬টি জিনিস নিয়ে ট্রেনে ওঠাই যাবে না, জানিয়ে দিল রেল
প্রতীকী ছবিImage Credit source: PTI

Oct 13, 2025 | 4:45 PM

নয়া দিল্লি: উৎসবের মরশুম চলছে। সামনেই দীপাবলি। বহু মানুষ নিজের কর্মস্থল থেকে বাড়ি ফিরবেন। রেলের টিকিটের চাহিদাও তুঙ্গে। প্রবল ভিড় হতে পারে বলে অনুমান করছেন রেলকর্তারা। তবে এই উৎসবের আবহে রেলযাত্রীদের জন্য বিশেষ কিছু নির্দেশিকা দিল কর্তৃপক্ষ। যাত্রীর আধিক্যের কারণে যাতে কোনও অঘটন না ঘটে, তার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে।

রেল মন্ত্রকের তরফ থেকে নিরাপত্তার কারণে ৬টি জিনিস নিয়ে উঠতে নিষেধ করা হয়েছে। এক্স মাধ্যমে সেই তালিকা প্রকাশ করা হয়েছে। সেগুলি হল- বাজি, কেরোসিন তেল, গ্যাস সিলিন্ডার, স্টোভ, দেশলাই বক্স ও সিগারেট।

এগুলি যেহেতু দাহ্য, তাই এর থেকে অগ্নিকাণ্ড ঘটে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

গত বছর আরপিএফ একাধিক নির্দেশিকা জারি করেছিল নিরাপত্তাজনিত বিষয়ে।

১. বাজি, দাহ্য পদার্থ, সন্দেহজনক বস্তু দেখতে পেলেই রেল কর্তৃপক্ষকে জানাতে হবে।

২. মূল্যবান জিনিস নিজের কাছে রাখতে হবে।

৩. হালকা জিনিস নিয়ে যাত্রা করতে হবে, বেশি টাকা কাছে না রেখে ডিজিটাল পেমেন্ট ব্যবহার করা দরকার।

৪. অভিভাবকরা যেন ছোটদের থেকে দূরে না যায়।

৫. রেলকর্মীদের ঘোষণা অনুযায়ী যাত্রা করতে হবে।

কুম্ভমেলার সময় রেল স্টেশনে দুর্ঘটনা ঘটেছিল। তারপর থেকে নিরাপত্তার দিকে আরও বেশি নজর দেওয়া হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নয়াদিল্লি রেল স্টেশনে মর্মান্তিক ঘটনা ঘটে। কুম্ভমেলায় যাওয়ার জন্য যখন যাত্রীদের প্রবল ভিড় ছিল স্টেশনে, তারই মধ্যে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু হয় পদপিষ্ট হয়ে।