
নয়া দিল্লি: বর্তমানে সাধারণ মধ্যবিত্তের মাথার উপরে ইএমআই-এর প্রবল বোঝা। বাড়ি বা গাড়ি কিনতে, এমনকী এসি কিনতেও অনেকে ইএমআই-তে টাকা দিয়ে থাকেন। তবে অনেকেই জানেন না, ট্রেনের টিকিটও কাটা যেতে পারে ইএমআই-তে। রেলের সমস্ত ট্রেনের জন্য এই অফার নয়।
‘ভারত গৌরব’ ট্রেনের ভাড়া দেওয়ার জন্য LTC এবং EMI-এর সুবিধা পাওয়া যায়। IRCTC ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে টিকিট বুক করতে পারবেন। আর সেই টিকিটের দাম দেওয়ার সময়, EMI বিকল্পটি বেছে নিতে হবে।
IRCTC ‘ভারত গৌরব’ ট্রেনের জন্য এই অফারটি দেয়। এই ট্রেনগুলিতে টিকিট বুকিং-এর সময় EMI বিকল্পটি বেছে নিতে পারেন। এই ট্রেনের ইকোনমি ক্লাসের ভাড়া মাথাপিছু ১৮ হাজার ৪৬০ টাকা। যার মধ্যে স্লিপার ক্লাস ট্রেনের টিকিট ও হোটেলে থাকার খরচ রয়েছে। একইসঙ্গে, থার্ড এসি কোচের ভাড়া মাথাপিছু ৩০ হাজার ৪৮০ টাকা। এই ভাড়া পরিশোধে সমস্যা হলে EMI-তে দেওয়া যেতে পারে।
আসলে IRCTC যে সব বিশেষ ট্যুর প্যাকেজ তৈরি করে, তার নাম ভারত গৌরব যাত্রা। এই ভারত গৌরব ট্রেনগুলিতে ভ্রমণ করার জন্য সহজ কিস্তিতে ট্যুর প্যাকেজ বুক করতে পারেন।