Railway Board: এই প্রথম রেলবোর্ডের চেয়ারম্যান হলেন কোনও মহিলা

ভারতীয় রেলের তিনটি জোনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে জয়ার। পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল এবং রেলের উত্তর জোনে কাজ করেছেন তিনি।

Railway Board: এই প্রথম রেলবোর্ডের চেয়ারম্যান হলেন কোনও মহিলা
জয়া ভার্মা সিনহাImage Credit source: Twitter

| Edited By: অংশুমান গোস্বামী

Sep 01, 2023 | 7:30 AM

নয়াদিল্লি: রেলওয়ে বোর্ডের সিইও এবং চেয়ারম্যান হিসাবে জয়া ভার্মা সিনহাকে নিয়োগ করল কেন্দ্র। এই প্রথম কোনও মহিলা রেলবোর্ডের চেয়ারম্যানের পদে বসলেন। এ নিয়ে এক বিবৃতিতে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, “রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিইও হিসাবে জয়া ভার্মা সিনহার নাম অনুমোদন করেছে দ্য অ্যাপয়েন্টমেন্ট কমিটি অব দ্য ক্যাবিনেট (এসিসি)।” ১ সেপ্টেম্বর থেকে এই দায়িত্বভার সামলাবেন জয়া। বর্তমানে অনিল কুমার লাহোতির জায়গায় দায়িত্ব নেবেন তিনি। ২০২৪ সালের ৩১ অগস্ট পর্যন্ত থাকবে তাঁর মেয়াদকাল। ১ অক্টোবর অবসরগ্রহণ করবেন জয়া। কিন্তু তার পর তাঁর চাকরির মেয়াদকাল বাড়ানো হবে।

এলাহাবাদ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন জয়া ভার্মা সিনহা। ১৯৮৮ সালে তিনি ইন্ডিয়ান রেলওয়ে ট্যারিফ সার্ভিস (আইআরটিএস)-এ যোগ দেন। ভারতীয় রেলের তিনটি জোনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে জয়ার। পূর্ব রেল, দক্ষিণ-পূর্ব রেল এবং রেলের উত্তর জোনে কাজ করেছেন তিনি।

ওড়িশার বালেশ্বরে ভয়াবহ দুর্ঘটনার সময় থেকেই পাবলিক ফেস হয়ে ওঠেন জয়া। সিগন্যালের ত্রুটির জেরে কী ভাবে দুর্ঘটনা ঘটেছিল বালেশ্বরে তা সংবাদমাধ্যমকে সহজ ভাবে বুঝিয়েছিলেন জয়া। এই দুর্ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়। কলকাতা ও ঢাকার মধ্যে মৈত্রী এক্সপ্রেস চালুতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ভারতীয় রেলে কর্মরত এই মহিলা অফিসারের।