আরও এক ইতিহাস গড়ল রেল, প্রথমবার ঝুলন্ত ব্রিজে ছুটল ট্রেন

Railway: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেই ট্রায়াল রানের একটি ভিডিয়ো এক্স মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেলওয়ে লিঙ্ক প্রজেক্টের অংশ এই আঞ্জি খাদ ব্রিজ। সেখানে সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হল ট্রায়াল রান।

আরও এক ইতিহাস গড়ল রেল, প্রথমবার ঝুলন্ত ব্রিজে ছুটল ট্রেন
Image Credit source: twitter

Dec 26, 2024 | 7:02 PM

নয়া দিল্লি: আরও এক ইতিহাস গড়ল ভারতীয় রেল। ঝুলন্ত সেতুর উপর দিয়ে প্রথমবার গড়াল রেলের চাকা। সাম্প্রতিককালে রেল বিভিন্ন রুটে একাধিক পদক্ষেপ করেছে। এসেছে অত্যাধুনিক ট্রেন, চালু হয়েছে আধুনিক ব্যবস্থা। দুর্গম অঞ্চলেও পৌঁছে যাচ্ছে লাইন। আর এবার আরও এক অসাধ্য সাধন।

জম্মু ও কাশ্মীরের আঞ্জি খাদ সেতু হল একটি কেবল ব্রিজ। কাশ্মীরের রিয়াসি জেলায় অবস্থিত এটি। এর উপর দিয়ে রেল লাইন তৈরি করা হয়েছে আগেই। আর এবার হল ট্রায়াল রান। দেশের অন্যান্য অংশের সঙ্গে কাশ্মীর উপত্যকার যোগ সাধনে এই লাইনে ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ২০২৫-এর জানুয়ারি থেকে চালু হতে চলেছে এই রেল লাইন।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সেই ট্রায়াল রানের একটি ভিডিয়ো এক্স মাধ্যমে প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেলওয়ে লিঙ্ক প্রজেক্টের অংশ এই আঞ্জি খাদ ব্রিজ। সেখানে সাফল্যের সঙ্গে সম্পূর্ণ হল ট্রায়াল রান।

৪৮টি কেবল দ্বারা ঝুলে আছে এই সেতু। দৈর্ঘ্য ৪৭৩.২৫ মিটার। কেন্দ্রীয় বাঁধটি ৯৪.২৫ মিটার বিস্তৃত। নদী থেকে উচ্চতা হল ৩৩১ মিটার। এটি ভারতের দ্বিতীয় উচ্চতম সেতু। চেনাব নদীর ওপর যে সেতু তৈরি হচ্ছে, তারপরই এই আঞ্জি খাদ সেতু। দুটি সেতুই এই একই প্রজেক্টের অংশ।