Indian Railways: ট্রেন দুর্ঘটনা হলে প্রাণহানির সম্ভবনা কমবে, ট্রেনের কোচে এই বড় পরিবর্তন ভারতীয় রেলের

Indian Railways: উত্তর পশ্চিম রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারীক ক্যাপ্টেন শশি কিরণের মতে, রেলযাত্রীদের সুবিধার জন্য আহমেদাবাদ-যোগনগরী ঋষিকেশ-আহমেদাবাদ যোগ এক্সপ্রেস এবং উদয়পুর সিটি-নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি ট্রেনগুলিতে এলএইচবি রেক লাগানো হয়েছে। এই ট্রেনগুলি ১৬ আর ১৮ ডিসেম্বর থেকে নিজেদের নির্ধারিত সময়ানুসারে পরিচালিত হবে।

Indian Railways: ট্রেন দুর্ঘটনা হলে প্রাণহানির সম্ভবনা কমবে, ট্রেনের কোচে এই বড় পরিবর্তন ভারতীয় রেলের
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Dec 13, 2021 | 4:43 PM

নয়া দিল্লি: ভারতীয় রেলওয়ে (Indian Railways) রেলযাত্রীদের বেশি সুরক্ষা আর আরামদায়ক সফর দিতে যতবেশি সম্ভব ট্রেনে আইসিএফ রেক পরিবর্তন করে এলএইচবি রেক তৈরি করার প্রস্তুতি নিচ্ছে। আলাদা আলাদা রেলওয়ে জোনের অধীনে চলা ট্রেনগুলিকে সারিবদ্ধভাবে এলএইচবি কোচ দিয়ে সাজানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। উত্তর পশ্চিম রেলওয়ের (North Western Railway) তরফে এখন গুজরাট, উত্তরাখণ্ড, রাজস্থান এবং পশ্চিমবঙ্গ রুটের ট্রেনগুলি এবার থেকে এলএইচবি কোচ নিয়ে চলবে।

প্রসঙ্গত, ট্রেনে এলএইচবি কোচ দিয়ে সজ্জিত হওয়ার ফলে ট্রেন দুর্ঘটনার সম্ভবনা অনেক হয়, আর দুর্ঘটনা ঘটলেও প্রাণহানির সম্ভবনাও অনেক কম হয়। অন্যদিকে দুর্ঘটনার সময় কোচগুলি একে অপরের উপর উঠে যায় না। আর ট্রেন সফরের সময় ট্রেনের স্পিডের উপরও প্রভাব পড়ে। অন্যদিকে বর্তমান এইসিএফ কোচগুলিতে দুর্ঘটনার সময় যথেষ্ট লোকসান হয়। এই সবকিছুকে মাথায় রেখে রেলওয়ে লাগাতার আইসিএফ কোচগুলিকে এলএইচবি কোচে সারিবদ্ধভাবে কনভার্ট করছে।

উত্তর পশ্চিম রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারীক ক্যাপ্টেন শশি কিরণের মতে, রেলযাত্রীদের সুবিধার জন্য আহমেদাবাদ-যোগনগরী ঋষিকেশ-আহমেদাবাদ যোগ এক্সপ্রেস এবং উদয়পুর সিটি-নিউ জলপাইগুড়ি-উদয়পুর সিটি ট্রেনগুলিতে এলএইচবি রেক লাগানো হয়েছে। এই ট্রেনগুলি ১৬ আর ১৮ ডিসেম্বর থেকে নিজেদের নির্ধারিত সময়ানুসারে পরিচালিত হবে।

১. গাড়ি সংখ্যা ১৯০৩১/১৯০৩২, আহমেদাবাদ- যোগনগরী ঋষিকেশ-আহমেদাবাদ যোগা এক্সপ্রেসে আহমেদাবাদ থেকে ১৬.১২.২১ তারিখে এবং যোগনগরী ঋষিকেশ থেকে ১৭.১২.২১ থেকে এলএইচবি কোচ লাগানো হচ্ছে। এই পরিবর্তনের পর এই রেল পরিষেবা এলএইচবি রেকরে ০১টি ফার্স্ট এসি, ০৫টি থার্ড এসি, ১০টি দ্বিতীয় শয়ানযান, ০৩টি দ্বিতীয় সাধারণ শ্রেণি, ০১টি পার্সেলযান এবং ০১টি পাওয়ার কারের বগি থাকবে।

২. গাড়ি সংখ্যা ১৯৬০১/১৯৬০২, উদয়পুর সিটি-নিউ জলপাইগুড়ি- উদয়পুর সিটি এক্সপ্রেসে উদয়পুর সিটি থেকে ১৮.১২.২১ তারিখে এবং নিউ জলপাইগুড়ি থেকে ২০.১২.২১ থেকে এলএইবি কোচ লাগানো হচ্ছে। এই পরিবর্তনের পর এই রেল পরিষেবায় এলএইচবি রেকের ০২টি সেকেন্ড এসি, ০৫টি থার্ড এসি, ০৭টি দ্বিতীয় শয়ানযান, ০৪টি দ্বিতীয় শ্রেণির সাধারণ এবং ০২টি পাওয়ার কার শ্রেণির বগি থাকবে।

আরও পড়ুন: Coal Scam Case: ‘অসুস্থ’ বিকাশ মিশ্রকে কয়লাকাণ্ডে আদালতে হাজির করতে পারল না সিবিআই