Indian Railway: ট্রেনের ওয়েটিং লিস্টেই পড়ে নাম? যাত্রা নিয়ে বাড়ছে শঙ্কা? যাত্রীদের চিন্তা দূরে বড় সিদ্ধান্ত রেলের

Indian Railway: কিন্তু কেউ আসন না পেলে তার টিকিট বাতিল করে টাকা ফেরত দিয়ে দেয় কর্তৃপক্ষ। কীভাবে যাবেন সেই ভেবেই মাথায় হাত দিয়ে বসে পড়েন আসন না পাওয়া যাত্রী। এবার সেই সমস্যারই হল অবসান।

Indian Railway: ট্রেনের ওয়েটিং লিস্টেই পড়ে নাম? যাত্রা নিয়ে বাড়ছে শঙ্কা? যাত্রীদের চিন্তা দূরে বড় সিদ্ধান্ত রেলের
ফাইল চিত্র।

|

Jun 29, 2025 | 9:34 PM

নয়াদিল্লি: বড় সিদ্ধান্ত ভারতীয় রেলে। আর অপেক্ষা করতে হবে না যাত্রীদের। মুহূর্তেই জেনে যাবে তার যাত্রার ভাগ্য। রবিবার সেই ঘোষণাই করে দিল কেন্দ্রীয় রেলমন্ত্রক।

স্বাভাবিকভাবেই দূরপাল্লার ট্রেনের টিকিট কাটার পর মনের মধ্যে একটা সংশয় সর্বক্ষণ চলতে থাকে। আসন মিলবে কি মিলবে না। যারা ওয়েটিং লিস্টে থাকেন, তাদেরই এই চিন্তা বেশি। অনেক সময় দেখা যায়, তালিকা তৈরির আগে পর্যন্ত ওয়েটিং লিস্ট বা অপেক্ষমানদের তালিকাতেই ঠাঁই ছিল সেই যাত্রীর। কিন্তু যাত্রীদের তালিকা প্রকাশ করতেই ওয়েটিং লিস্ট থেকে এক লাফে RAC বা খুব ভাগ্য ভাল হলে সরাসরি কোনও পূর্ণ আসন মিলে যায়।

কিন্তু তালিকার প্রকাশের পর যদি টিকিট বাতিল হয়ে যায় তখন কী হবে? সাধারণ ভাবেই ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা আগে তালিকা প্রকাশ করে রেলমন্ত্রক। সেই ভিত্তিতে আসন জোটে অপেক্ষমানদের কপালে। কিন্তু কেউ আসন না পেলে তার টিকিট বাতিল করে টাকা ফেরত দিয়ে দেয় কর্তৃপক্ষ। কীভাবে যাবেন সেই ভেবেই মাথায় হাত দিয়ে বসে পড়েন আসন না পাওয়া যাত্রী। এবার সেই সমস্যারই হল অবসান।

যাত্রী সুবিধার্থে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টা নয় বরং ৮ ঘণ্টা আগেই তালিকা প্রকাশ করে দেবে রেলমন্ত্রক। অর্থাৎ কেউ যদি সেই ট্রেনে আসন নাও পান, অন্তত তার কাছে বিকল্প পথ মেপে নেওয়ার একটা সুযোগ থাকবে। এদিন যাত্রীদের কথা ভেবেই এই নতুন নিয়ম চালু করলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ধরা যাক, দুপুর দু’টো নাগাদ কারওর ট্রেন রয়েছে। এবার থেকে ট্রেন ছাড়ার আগের রাতেই প্রায় ৯টার মধ্যে সেই যাত্রী জেনে যাবেন আসন তালিকা।