Rahul Gandhi: কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী রাহুল গান্ধীই, জোটের তোয়াক্কা না করেই ঘোষণা অশোক গেহলটের

PM Candidate: বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, এই প্রশ্ন করা হলে তিনি বলেন, "কংগ্রেসের তরফে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী জোটের সকলর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

Rahul Gandhi: কংগ্রেসের প্রধানমন্ত্রী পদপ্রার্থী রাহুল গান্ধীই, জোটের তোয়াক্কা না করেই ঘোষণা অশোক গেহলটের
প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী?Image Credit source: PTI

| Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 27, 2023 | 8:38 AM

নয়া দিল্লি: কথা হয়েছিল ইন্ডিয়া (INDIA) জোটে সামিল হলে প্রধানমন্ত্রীর পদের দাবি করবে না কংগ্রেস (Congress)। একদিকে যেখানে জোটের আলোচনা এগোচ্ছে আরও, সেখানেই সম্পূর্ণ উল্টো কথা বলে বসলেন প্রবীণ কংগ্রেস নেতা তথা রাজস্থানের মুখ্য়মন্ত্রী অশোক গেহলট (Ashok Gehlot)। শনিবার তিনি সাফ জানিয়ে দিলেন, আসন্ন লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হচ্ছেন  আর কেউ নন, রাহুল গান্ধীই (Rahul Gandhi)। ইন্ডিয়া জোটের প্রসঙ্গ উঠতেই তিনি জানান, ২৬টি বিরোধী দলের সঙ্গে আলোচনা-পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে অতিথি তথা বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অশোক গেহলট। সেখানেই তিনি ইন্ডিয়া জোট ও আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে কথা বলেন। ইন্ডিয়া জোটের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি বলেন, “প্রতিটি নির্বাচনেই একাধিক স্থানীয় ইস্য়ু বিশেষ গুরুত্ব বহন করে, তবে বর্তমানে দেশে যে অবস্থা, তাতে সমস্ত রাজনৈতিক দলের উপরই প্রচন্ড চাপের সৃষ্টি হয়েছে। জনসাধারণের প্রত্যাশা, তাদের চাপেই সমস্ত দল মিলিত হয়ে জোট গঠন করেছে।”

বিরোধী জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবেন, এই প্রশ্ন করা হলে তিনি বলেন, “কংগ্রেসের তরফে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিরোধী জোটের সকলর সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও তোপ দাগেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদীর এত ঔদ্ধত্য় দেখানো উচিত নয়। ২০১৪ সালে মাত্র ৩১ শতাংশ ভোট নিয়ে বিজেপি ক্ষমতায় এসেছিল। বাকি ৬৯ শতাংশই তাঁর বিরুদ্ধে ভোট দিয়েছিল। কংগ্রেসের জন্যই ২০১৪ সালে প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদী।”

২০২৪ সালে এনডিএ ৫০ শতাংশেরও বেশি ভোট পাবে কি না, এই প্রশ্নের জবাবে গেহলট বলেন, “প্রধানমন্ত্রী মোদী কখনও এই লক্ষ্য পূরণ করতে পারবে না। যখন মোদী জনপ্রিয়তার শীর্ষে ছিল, তখনই ৫০ শতাংশ ভোট পায়নি। ওঁর ভোটের হার ক্রমশ কমছে। ২০২৪ সালের নির্বাচনই ঠিক করবে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবে।”

চন্দ্রযান-৩ এর সাফল্যেও প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও ইন্দিরা গান্ধীকেই কৃতিত্ব দেন কংগ্রেস নেতা। তিনি বলেন, “চন্দ্রযান-৩ এর সাফল্যে নেহরুর কৃতিত্ব যথেষ্ট উল্লেখযোগ্য। বর্তমানের সাফল্য ইন্দিরা গান্ধী ও নেহরুর কঠোর পরিশ্রমেরই ফল। জওহরলাল নেহরু বিজ্ঞানী বিক্রম সারাভাইয়ের পরামর্শ শুনেছিলেন বলেই ইসরো তৈরি হয়েছিল। ইন্দিরা গান্ধী এসে ইসরোর নামকরণ করেছিলেন।”